Dhanashree Verma: রহস্যময়ী সুন্দরীর সঙ্গে দুবাইয়ের গ্যালারিতে চাহাল, নাচে ব্যস্ত ধনশ্রী

Published : Mar 10, 2025, 05:41 PM ISTUpdated : Mar 10, 2025, 05:46 PM IST
dhanashree verma dance

সংক্ষিপ্ত

Dhanashree Verma: কিছুদিন আগে পর্যন্ত তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন। কিন্তু এখন দুই মেরুতে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তাঁদের জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে।

Dhanashree Verma Dance Video: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) যখন এক রহস্যময়ী মহিলার সঙ্গে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল (ICC Champions Trophy 2025 Final) দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সদ্য প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) নাচের ভিডিও। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গিয়েছিলেন চাহাল। তাঁর সঙ্গে ছিলেন এক সুন্দরী। অনেকে দাবি করছেন, এই মহিলার নাম আর জে মাহবশ (Rj Mahvash)। তিনি একজন ইউটিউবার। এই মহিলা চাহালের নতুন বান্ধবী বলে অনেকে দাবি করছেন। ঘটনাচক্রে রবিবারই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নাচের ভিডিও শেয়ার করেছেন ধনশ্রী। এই ভিডিওতে তাঁকে দুই যুবতীর সঙ্গে নাচছেন চাহালের প্রাক্তন স্ত্রী। এই ভিডিওতে অনুরাগীরা নানা মন্তব্য করছেন। 

সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীকে নিয়ে চর্চা

রবিবার দুবাইয়ের গ্যালারিতে এক মহিলার সঙ্গে চাহালের ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীকে নিয়ে চর্চা শুরু হয়। চাহাল ও তাঁর পাশে থাকা মহিলা, দু'জনেই ভারতীয় দলকে সমর্থন করছিলেন। ভারতের বোলাররা যখন উইকেট পাচ্ছিলেন, তখন তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন এবং মজা করছিলেন। তাঁদের বোঝাপড়া ও সম্পর্ক ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছিল। অন্যদিকে, বিবাহবিচ্ছেদের পর ধনশ্রী নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তাঁকে নিয়েও জল্পনা তুঙ্গে।

 

 

আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন চাহাল

বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে চাহাল। তিনি এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সুযোগ পাননি। তবে আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন এই তারকা স্পিনার। তিনি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। তবে জাতীয় দলে জায়গা ফিরে পাওয়া কঠিন। কারণ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। মাঠের পরিস্থিতি কঠিন হলেও, মাঠের বাইরে খোশমেজাজেই আছেন চাহাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম