আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে বিপুল অর্থ পেল ভারতীয় দল। রানার্স নিউজিল্যান্ডও মোটা অঙ্কের অর্থ পেয়েছে। গ্রুপ পর্ব থেকে যে দলগুলি বিদায় নিয়েছে, তারাও আর্থিক পুরস্কার পেয়েছে।
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনালে ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছে। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারতীয় দল বিপুল আর্থিক পুরস্কার পেয়েছে। একইসঙ্গে রানার্স নিউজিল্যান্ড দলও মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছে। ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডকে হারতে হলেও, রোজগারে তারা খুব বেশি পিছিয়ে নেই। সেমি-ফাইনালে হেরে যাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দলও লোভনীয় আর্থিক পুরস্কার পেয়েছে। এমনকী, গ্রুপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ডও আর্থিক পুরস্কার পেয়েছে। ফলে মাঠ থেকে ভারত ছাড়া বাকি দলগুলিকে খালি হাতে ফিরতে হলেও, মাঠের বাইরে লাভই হল।
সবচেয়ে বেশি অর্থ পেল ভারত
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী ভারতীয় দল পুরস্কার হিসেবে ২১.৫০ কোটি টাকা পেল। এই হিসেবে যদি ১৫ সদস্যের দলে ভাগ করা হয়, তাহলে প্রত্যেক খেলোয়াড়ের অ্যাকাউন্টে প্রায় ১.৪৩ কোটি টাকা যাবে। টিম ইন্ডিয়া ২.২৪ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার মূল্য পেল। এছাড়া, লিগ পর্বের ম্যাচ জেতার জন্য আলাদাভাবে ১.৫৯ লক্ষ মার্কিন ডলার পেল। সবমিলিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় ২১.৫১ কোটি টাকা পেলেন রোহিত শর্মারা।
ভারতের প্রায় অর্ধেক টাকা পেল নিউজিল্যান্ড
অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির রানার্স নিউজিল্যান্ড দল প্রাইজ মানি হিসেবে মোট ১১ কোটি টাকা পেল। অর্থাৎ, তাদের ১৫ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করা হলে, প্রত্যেকের নামে প্রায় ৭৩ লক্ষ টাকা যাবে। আইসিসি রানার্স দলের জন্য ১.১২ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার মূল্য রেখেছে। এই হিসেবে কিউয়ি দল ৯.৭৬ কোটি টাকা পেল। এছাড়া, টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য এবং গ্রুপের ম্যাচের জন্য প্রায় ১.৬৮ কোটি টাকা পেল। সবমিলিয়ে নিউজিল্যান্ড দল মোট ১১.৪৪ কোটি টাকা পুরস্কার হিসেবে পেল।
সেমি-ফাইনালে হেরে যাওয়া দল কত টাকা পেল?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলিও প্রচুর টাকা পেয়েছে। ভারতের কাছে হারা অস্ট্রেলিয়া দল ৫.৬০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা প্রাইজ মানি ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এবং লিগ ম্যাচ জেতার জন্য ১ কোটি টাকা পেয়েছে। অর্থাৎ, অস্ট্রেলিয়া দল প্রায় ৬ কোটি টাকা পুরস্কার হিসেবে পেয়েছে। এছাড়া, দ্বিতীয় সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার দলও একই পরিমাণ টাকা পেয়েছে।
কত টাকা পেল বাংলাদেশ-পাকিস্তান?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর আয়োজক দেশ পাকিস্তান গ্রুপ এ-তে সবার শেষে থাকলেও, ১.২১ কোটি টাকা পেল। গ্রুপ বি-তে সবার শেষে থাকা ইংল্যান্ডও একই পরিমাণে অর্থ পেল। গ্রুপ এ ও বি-তে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান ৩.০৪ কোটি টাকা করে পেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।