CT 2025 Final: জগৎসভায় শ্রেষ্ঠ আসন ভারতেরই, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেরা মুহূর্তগুলি

Subhankar Das   | AFP
Published : Mar 10, 2025, 12:05 AM ISTUpdated : Mar 10, 2025, 06:07 PM IST

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জিতল ভারত (Indian Cricket Team)। 

PREV
114
ICC Champions Trophy Final 2025: ফাইনালে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy 2025 Final) মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)। আর সেই হাইভোল্টেজ ফাইনালেই নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় ভারতের।

214
টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা।

তবে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল তাদের ইনিংস। বলা ভালো, যখন তারা একটু একটু করে খেলাটা ধরার চেষ্টা করছে, তখনই আঘাত হানে ভারত (Indian Cricket Team)।

314
কার্যত, ভারতীয় বোলারদের দাপটে রানের গতি অনেকটাই কমে যায় নিউজিল্যান্ডের

সেইসঙ্গে পরপর উইকেট হারাতে থাকে তারা।

414
তবে ড্যারিল মিচেল কিছুটা লড়াই করেন

৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, ব্রেসওইয়েলও ৫৩ রানের ইনিংস উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড (IND vs NZ Final)।

514
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাতে শুরু করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)

খেলেন ৭৬ রানের অনবদ্য ইনিংস। 

614
সঙ্গে শুভমানও (Shubman Gill) যোগ্য সঙ্গত দেন

তাঁর সংগ্রহে ৩১ রান। 

714
এই জয়ের পিছনে শ্রেয়স আইয়ারের ভূমিকাও অনস্বীকার্য

তাঁর সংগ্রহে ৪৮ রান এবং অক্ষর প্যাটেল করেন ২৯ রান। 

814
তবে এটা ঠিক যে, একটা সময় ব্ল্যাকক্যাপ্সরাও কিছুটা চাপ দেয়

পরপর উইকেট হারায় ভারত। 

914
কিন্তু কেএল রাহুলের কথা বলতেই হয়

নিচের দিকে নেমে প্রমাণ করলেন নিজেকে। অনেক সমালোচনাই তাঁকে ঘিরে হয়েছে। কিন্তুএদিন জয়ের পিছনে তাঁর প্রয়োজনীয় ৩৪ রানটি নিঃসন্দেহে ইতিহাসের পাতায় লেখা থাকবে। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

1014
অন্যদিকে, জাদেজা ৯ রানে অপরাজিত ছিলেন এবং হার্দিক করেন ১৮ রান

দুরন্ত জয় ভারতের। 

1114
পরপর দুটি মেগা আইসিসি প্রতিযোগিতায় জয় টিম ইন্ডিয়ার

খুশি ক্রিকেটপ্রেমীরাও। 

1214
এদিন দেশের নানাপ্রান্তে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয়

সবার চোখ ছিল ম্যাচের দিকে। 

1314
চলতি আইসিসি প্রতিযোগিতায় একটিও ম্যাচ না হেরে ট্রফি জিতল ভারত

ভারত সত্যিই জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসনটাই পেল। 

click me!

Recommended Stories