৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, ব্রেসওইয়েলও ৫৩ রানের ইনিংস উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড (IND vs NZ Final)।
514
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাতে শুরু করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)
খেলেন ৭৬ রানের অনবদ্য ইনিংস।
614
সঙ্গে শুভমানও (Shubman Gill) যোগ্য সঙ্গত দেন
তাঁর সংগ্রহে ৩১ রান।
714
এই জয়ের পিছনে শ্রেয়স আইয়ারের ভূমিকাও অনস্বীকার্য
তাঁর সংগ্রহে ৪৮ রান এবং অক্ষর প্যাটেল করেন ২৯ রান।
814
তবে এটা ঠিক যে, একটা সময় ব্ল্যাকক্যাপ্সরাও কিছুটা চাপ দেয়
পরপর উইকেট হারায় ভারত।
914
কিন্তু কেএল রাহুলের কথা বলতেই হয়
নিচের দিকে নেমে প্রমাণ করলেন নিজেকে। অনেক সমালোচনাই তাঁকে ঘিরে হয়েছে। কিন্তুএদিন জয়ের পিছনে তাঁর প্রয়োজনীয় ৩৪ রানটি নিঃসন্দেহে ইতিহাসের পাতায় লেখা থাকবে। শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
1014
অন্যদিকে, জাদেজা ৯ রানে অপরাজিত ছিলেন এবং হার্দিক করেন ১৮ রান
দুরন্ত জয় ভারতের।
1114
পরপর দুটি মেগা আইসিসি প্রতিযোগিতায় জয় টিম ইন্ডিয়ার
খুশি ক্রিকেটপ্রেমীরাও।
1214
এদিন দেশের নানাপ্রান্তে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হয়
সবার চোখ ছিল ম্যাচের দিকে।
1314
চলতি আইসিসি প্রতিযোগিতায় একটিও ম্যাচ না হেরে ট্রফি জিতল ভারত