ICC Champions Trophy 2025 Final: চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের (Indian Cricket Team)। নিউজিল্যান্ডকে হারিয়ে বড় জয় কোহলিদের (Virat Kohli)।
ICC Champions Trophy 2025 Final: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy 2025 Final) মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)। আর সেই হাইভোল্টেজ ফাইনালেই নিউজিল্যান্ডকে হারিয়ে ৪ উইকেটে জয় ভারতের।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (ICC Champions Trophy 2025 Final) মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)।
টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা। তবে শুরু থেকেই বেশ নড়বড়ে ছিল তাদের ইনিংস। বলা ভালো, যখন তারা একটু একটু করে খেলাটা ধরার চেষ্টা করছে, তখনই আঘাত হানে ভারত। ওপেনার উইল ইয়ং করেন ১৫ রান এবং রাচিন রবীন্দ্রর ঝুলিতে ৩৭ রান। নিউজিল্যান্ডের উইকেট তুলে নিয়ে প্রথম ডেডলক ভাঙেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
অন্যদিকে, কেন উইলিয়ামসন করেন মাত্র ১১ রান। তবে ড্যারিল মিচেল গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। স্কোরবোর্ডে প্রয়োজনীয় ৬৩ রান যোগ করেন তিনি। তবে এদিন ভারতীয় বোলিং লাইন-আপের দাপটে রান তোলার গতি অনেকটাই কমে যায় ব্ল্যাকক্যাপ্সদের। তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে উইকেটগুলি তুলে নেন টিম ইন্ডিয়ার বোলাররা।
অপরদিকে ১৪ রান করেন টম ল্যাথাম। গ্লেন ফিলিপ্সের ঝুলিতে ৩৪ রান। সেইসঙ্গে নিচের দিকে নেমে ব্রেসওইয়েল ৫৩ রানের ইনিংস উপহার দেন এবং শেষপর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেন ৭৬ রান। ওদিকে শুভমান গিলের ঝুলিতে ৩১ রান। তবে বিরাট কোহলি ফিরে গেলেন মাত্র ১ রানে। কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তাঁর সংগ্রহে ৪৮ রান এবং অক্ষর প্যাটেল করেন ২৯ রান। বলা চলে, যোগ্য সঙ্গত করেছেন তারা।
হার্দিক ক্যাচ আউট হন ১৮ রানে। তখন জয়ের প্রায় একদম কাছে ভারত। কিন্তু সেই উইকেট যেতেই কিছুটা চাপ তৈরি হয়।

কিন্তু দুর্দান্তভাবে সামলে নিলেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। রাহুল অপরাজিত থাকলেন ৩৪ রানে এবং জাদেজা ৯ রানে। ৪৯ ওভারে, ৬ উইকেট হারিয়েই ২৫৪ রান তুলে নেয় ভারত।
তবে এদিন রোহিতের ইনিংসের প্রশংসা করতেই হয়। দলের স্বার্থে অনবদ্য একটি ইনিংস উপহার দিলেন। আর সেইসঙ্গে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


