প্রধান লক্ষ্য সেমিফাইনাল (ICC Champions Trophy 2025)।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে গ্রুপ টপার হয়ে সেমিতে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। যদিও এই ম্যাচে খেলতে নামার আগেই সেমিফাইনালে কার্যত, জায়গা পাকা হয়ে গেছিল ভারতের।
কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে যে পাঁচটি কারণ ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে, সেগুলি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক ফিল্ডিং-এর কথায়। খারাপ ফিল্ডিং এবারের চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই দেখা গেছে। সেইজন্য, এমনিতেই ভারতীয় দলের ফিল্ডিং প্রশ্নের সামনে পড়ছে বারবার।
একাধিক ক্যাচ ফেলেছে টিম ইন্ডিয়া। ফিল্ডিং নিয়ে সমস্যা রবিবারের ম্যাচেও দেখা গেছে। অনেকক্ষেত্রেই দেখা গেছে যে, দৌড়ে গতি কম এবং শরীর ছুড়ে ক্যাচ নেওয়ার ক্ষমতাও নেই একাধিক ক্রিকেটারের। সেইসঙ্গে, উইকেটরক্ষক কেএল রাহুল কোন বল ধরতে পারবেন, আর কোনটা যে পারবেন না, সেটাই বোঝা মুশকিল।
ফলে, কখনও যদি ব্যাটে খোঁচা লেগে স্পিনারদের বল তাঁর হাতে যায়, তিনি যে নিশ্চিন্তে তা ধরতে পারবেন, এমন নিশ্চয়তা একেবারেই নেই। পরিসংখ্যান বলছে, তিন ম্যাচে মোট ৬টি ক্যাচ ফেলেছে ভারত।
অন্যদিকে, বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোনও উইকেট পাননি রবীন্দ্র জাদেজা। প্রথম উইকেটটি পেয়েছেন রবিবার। অর্থাৎ, তাঁর ফর্মে না থাকা চিন্তায় রাখছে ভারতকে। দুবাইয়ের মন্থর পিচে কিছুটা গায়ের জোরেই বল করতে দেখা গেল তাঁকে।
এদিকে আবার মিডল অর্ডারে কেএল রাহুলকে খেলাচ্ছে ভারত। ঋষভ পন্থকে বসিয়ে রেখে খেলানো হচ্ছে তাঁকে। কিন্তু তিনি তিনটি ম্যাচে মাত্র ৬৪ রান করেছেন এই তারকা। একমাত্র নট আউট ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। মানে মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে ইনিংস গড়ার একজনকে প্রয়োজন। তিনি সেই কাজটা সেমিতে করতে পারবেন তো?
অপরদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে ১০০-র উপর স্ট্রাইক রেট রয়েছে শুধু রোহিত এবং হার্দিকের। এমনিতে ভারত সব ম্যাচ খেলছে দুবাইতে। সেখানে আবার বল ঠিক মতো ব্যাটে আসছে না। মাঝে মাঝেই থমকে যাচ্ছে। ঠিক যে কারণে দ্রুত রান তোলাও বেশ কঠিন হয়ে পড়ছে। তবে সেমিফাইনালে যদি দ্রুত রান তোলার প্রয়োজন হয়, তখন সমস্যা হতে পারে।
ওদিকে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু পাকিস্তান ম্যাচে এবং নিউজ়িল্যান্ড ম্যাচে আবার তিনি উইকেট পাননি। রবিবার, ব্যাট করার সময় তাঁর কাঁধে বল লাগে। বল করার সময় কিছুটা সমস্যাও হচ্ছিল। নিঃসন্দেহে সেমিফাইনালের আগে শামিকে পুরোপুরি সুস্থ চাইবে দল। কারণ, বড় ম্যাচে তাঁর অভিজ্ঞতা কাজে আসতে বাধ্য। শামি খেলতে না পারলে, সেক্ষেত্রে ভারতের দুই পেসার আর্শদীপ সিং এবং হর্ষিত রানা দলে আসতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।