Varun Chakravarthy: দলে এন্ট্রি পেয়েই ম্যাজিক দেখালেন! ২২ গজে 'বরুণ' দেবের অনবদ্য ভেলকি

দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (INDIA vs NEW ZEALAND)। যদিও চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) দুই দলই এই ম্যাচে নামার আগে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছিল। কিন্তু গ্রুপ টপার হয়ে কে যাবে সেমিতে, তা জানতে গেলে এই ম্যাচের ফলাফল অবধি অপেক্ষা করতেই হত। আর সেই ফলাফলের অনেকটাই যেন লিখে ফেললেন ভারতের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

আগের দুটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন যে, টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে যারা বসে থাকে, তারাও একেকজন লড়াকু সৈনিক।

Latest Videos

এদিন নিউজিল্যান্ডের সামনে ২৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। কিন্তু বোলিং লাইন-আপে বরুণ চক্রবর্তী আজ প্রথম থেকেই সপ্রতিভ ছিলেন। প্রথমেই তিনি কিউয়ি ওপেনার উইল উইল ইয়ংকে ফেরান মাত্র ২২ রানে, তাও ক্লিন বোল্ডে। এরপর তাঁর শিকার গ্লেন ফিলিপ্স। তাঁকে এলবিডব্লিউ করেন বরুণ।

আরও পড়ুনঃ IND vs NZ: মাঠে নেমেই ৫ উইকেট, 'বরুণ' জাদুতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

সেখানেই শেষ নয়। তারপর ব্রেসওয়েলকেও এলবিডব্লিউ করেন তিনি। তখন ব্রেসওয়েলের সংগ্রহে মাত্র ২ রান। আর সবথেকে বড় প্রাপ্তি বোধহয় মিচেল স্যান্টনারের উইকেটটি। কারণ, তখন নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার পিচে থিতু হয়ে ম্যাচ বের করার চেষ্টায় আছেন। আর ঠিক সেই মুহূর্তেই আঘাত হানলেন বরুণ। ২৮ রানে বোল্ড করে নিউজিল্যান্ড ক্যাপ্টেনকে প্যাভিলয়নে ফেরান বরুণ চক্রবর্তী। দৃশ্যতই এদিন জাদু দেখান ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। সবশেষে নেন ম্যাট হেনরির উইকেটটি।

প্রথমে ভারতীয় দলে একাধিক স্পিনার নিয়ে অনেকেই অনেকরকম মন্তব্য করেছিলেন, কিন্তু আজ বোঝা যাচ্ছে যে, নির্বাচকদের সিদ্ধান্ত একেবারেই অমূলক ছিল না।

এদিন যেন কার্যত, ‘বরুণ’ জাদু দেখা গেল ম্যাচে। বরুণ চক্রবর্তী একাই নিলেন ৫টি উইকেট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দলে এন্ট্রি নিয়েই বাজিমাৎ করলেন তিনি। আর ম্যাচের সেরা হয়ে বুঝিয়ে দিলেন যে, শুধু বসে থাকতে কিন্তু তিনি আসেননি।

সবমিলিয়ে, বরুণ ম্যাজিক দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অস্ত্র পাচারেই চলছে West Bengal-এ? Mamata Banerjee-র TMC-কে কাঠগড়ায় তুললেন Adhir Ranjan Chowdhury
Shankar Ghosh : "মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
RG Kar মামলায় নতুন মোড়! কি বললেন আইনজীবী করুণা নন্দী? দেখুন | RG Kar News Today
‘Mamata Banerjee টিকতে পারবে না যদি Hindu-রা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য Arjun Singh-এর
Mamata Banerjee: এটা কী ভোটের সমীকরণ? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়