আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ওডিআই ফর্ম্যাটে এক নতুন নজির গড়লেন।
বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নতুন নজির গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি সচিন তেন্ডুলকরের নজির ছাপিয়ে গেলেন।
210
বৃহস্পতিবার ওডিআই ফর্ম্যাটে ১১,০০০ রান পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা
বাংলাদেশের বিরুদ্ধে ৩৬ বলে ৪১ রান করেন রোহিত শর্মা। তিনি এই ইনিংসের মাধ্যমে ওডিআই ফর্ম্যাটে ১১,০০০ রান পূর্ণ করলেন।
310
ওডিআই ফর্ম্যাটে ২৬১-তম ইনিংসে ১১,০০০ রান পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা
বৃহস্পতিবার ওডিআই ফর্ম্যাটে ২৬১-তম ইনিংসে ১১,০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর ওডিআই ফর্ম্যাটে ২৭৬-তম ইনিংসে ১১,০০০ রান পূর্ণ করেন।
410
ওডিআই ফর্ম্যাটে ১১,০০০ রান করার পথে সতীর্থ বিরাট কোহলির চেয়ে পিছিয়ে রোহিত শর্মা
ওডিআই ফর্ম্যাটে ২২২ ইনিংস খেলে ১১,০০০ রান পূর্ণ করেন বিরাট কোহলি। তিনি এক্ষেত্রে সবার আগে। অনেক পিছিয়ে রোহিত শর্মা।
510
বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই নজির গড়ে ফেললেন রোহিত শর্মা
ওডিআই ফর্ম্যাটে ১১,০০০ রান পূর্ণ করার জন্য রোহিত শর্মার মাত্র ১২ রান দরকার ছিল। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি মেরে সেই নজির গড়েন রোহিত।
610
বাংলাদেশের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরানের সুযোগ হারালেন রোহিত শর্মা
শুবমান গিলের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ৬৯ রান যোগ করেন রোহিত। তিনি পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হয়ে যান।
710
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই ভালো ব্যাটিং ভারতের অধিনায়কের
১২ বছর পর ভারতীয় দলকে যদি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততে হয়, তাহলে অধিনায়ক রোহিত শর্মার ফর্মে থাকা জরুরি। প্রথম ম্যাচে সেভাবেই ব্যাটিং করলেন রোহিত।
810
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শতরান করে ফর্মে ফিরেছেন রোহিত
কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৭৬ বলে শতরান করেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধেও সেভাবেই ব্যাটিং করলেন রোহিত।
910
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় শিবির
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলকে জয় পেতে হলে রোহিত শর্মা-শুবমান গিলের ভালো ব্যাটিং করা জরুরি।
1010
রোহিত শর্মার দুরন্ত ইনিংসের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পথে ভারত
বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। জয় পাওয়ার পথে ভারতীয় দল।