
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল। বৃহস্পতিবারই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেললেন শুবমান। তিনি এই ম্যাচে অপরাজিত শতরান করে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের টার্গেট ছিল ২২৯। এই রান তাড়া করতে নেমে ১২৯ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুবমান। গত সপ্তাহেই আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে ১০২ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বৃহস্পতিবার ওডিআই ফর্ম্যাটে টানা দুই ম্যাচে শতরান করলেন শুবমান। ২০১৯ সালে এই ফর্ম্যাটে অভিষেকের পর থেকে শুবমান তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ৮ ম্যাচে শতরান করেছেন।
দায়িত্ব নিয়ে ব্যাটিং শুবমানের
জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলছেন শুবমান। বৃহস্পতিবারও দলকে ভরসা দিলেন এই ব্যাটার। তিনি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ৬৯ রান যোগ করেন। রোহিত ৩৬ বলে ৪১ রান করে আউট হয়ে গেলেও, শেষপর্যন্ত ক্রিজে থেকে যান শুবমান। তিনি তাকসিন আহমেদের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে কভার অঞ্চলের দিকে বল মেরে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন। ড্রেসিংরুম থেকে তাঁর সতীর্থরা এবং স্টেডিয়ামের দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন দেওয়ায় তাঁর মুখে চওড়া হাসি ফুটে ওঠে। চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক ম্যাচে শুবমানের এই ইনিংস ছিল অসামান্য। আইসিসি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর শতরানের মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে।
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স শুবমানের
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন শুবমান। সেই সিরিজে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচে শতরান এবং দুই ম্যাচে অর্ধশতরান করেন এই তারকা ব্যাটার। তিনি ৮৬.২২ গড়ে ২৫৯ রান করেন। ভারতের সহ-অধিনায়কই এই সিরিজে সবচেয়ে বেশি রান করেন। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে জেতালেন শুবমান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
শামির দাপটে 'শান্ত' বাংলাদেশ, চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়নস ট্রফি শুরু ভারতের
ওডিআই ফর্ম্যাটে ১১,০০০ রান, সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা
ভেঙে গেল আগরকরের রেকর্ড, ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ২০০ উইকেট শামির