চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত ও নিউজিল্যান্ড। এই দুই দল গ্রুপের শেষ ম্যাচ খেলবে।
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুবমান গিল? দুবাইয়ে দলের অনুশীলনের সময় তাঁদের নেটে দেখা যায়নি। এই কারণেই তাঁদের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। চোটের জন্যই ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ক অনিশ্চিত। রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে দল জয় পাবে, তারাই গ্রুপের শীর্ষে থাকবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত ও শুবমান খেলতে না পারলে ভারতীয় দল সমস্যায় পড়বে। কারণ, বিকল্প ওপেনার নেই। যশস্বী জয়সোয়ালকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। কে এল রাহুল অতীতে ওপেনার হিসেবে খেলেছেন। আইপিএল-এ নিয়মিত ব্যাটিং ওপেন করেন বিরাট কোহলি। ফলে রবিবার রোহিত ও শুবমান খেলতে না পারলে রাহুল ও বিরাট ব্যাটিং ওপেন করতে পারেন।
গুরুতর চোট রোহিত-শুবমানের?
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তিনি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। এরপর মাঠে ফিরে ফিল্ডিং এবং ব্যাটিং ওপেন করেন ভারতের অধিনায়ক। তিনি ১৫ বলে ২০ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হয়ে যান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান করার পর পাকিস্তানের বিরুদ্ধে ৫২ বলে ৪৬ রান করেন শুবমান। তিনি কেন অনুশীলনে গরহাজির থাকলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতের সহ-অধিনায়ক চোট পেয়েছেন কি না, সে বিষয়ে জল্পনা চলছে। এই টুর্নামেন্টে দুই ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তো বটেই, সেমি-ফাইনাল, ফাইনালেও সহ-অধিনায়ককে দরকার ভারতের।
সেমি-ফাইনালের আগে ঝুঁকি নেবে ভারতীয় দল?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলেও সেমি-ফাইনালে খেলবে ভারতীয় দল। এই কারণে হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে রোহিত, শুবমানকে খেলাবে না ভারতীয় দল। কারণ, চোট বেড়ে গেলে সেমি-ফাইনালের আগে সমস্যা হবে। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় দলকে। গ্রুপের শেষ ম্যাচের চেয়ে সেমি-ফাইনাল অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'এত কলা! বাঁদরও তো এভাবে খায় না,' পাকিস্তানের ক্রিকেটারদের কটাক্ষ ওয়াসিম আক্রমের
ফিল্ডিং কোচের সঙ্গে দুবাইয়ের রাস্তায় ভারতের অধিনায়ক, ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে