'এত কলা! বাঁদরও তো এভাবে খায় না,' পাকিস্তানের ক্রিকেটারদের কটাক্ষ ওয়াসিম আক্রমের

Published : Feb 27, 2025, 02:59 PM ISTUpdated : Feb 27, 2025, 03:28 PM IST
Wasim Akram

সংক্ষিপ্ত

নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। বাবর আজমদের এই পারফরম্যান্সের তীব্র সমালোচনা করছেন প্রাক্তন ক্রিকেটাররা।

বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের পারফরম্যান্সই শুধু নয়, আচরণেও ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে দাঁড়িয়েই যেভাবে খাওয়া-দাওয়া করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা, তাতে অসন্তুষ্ট আক্রম। তিনি এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বলেছেন, ‘প্রথম বা দ্বিতীয় জলপানের বিরতিতে খেলোয়াড়দের জন্য থালা ভর্তি করে কলা নিয়ে যাওয়া হয়েছিল। এত কলা তো বাঁদরেও খায় না! এটাই ওদের খাওয়া। আমাদের অধিনায়ক ইমরান খান হলে আমি যদি এরকম করতাম, তাহলে তিনি আমাকে মারতেন।’ আক্রমের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাকিস্তানের ক্রিকেটারদের কটাক্ষ করছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে না পাকিস্তান!

পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের খেলার ধরনে একেবারেই খুশি নন আক্রম। তাঁর মতে, পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ধরন বর্তমান যুগে অচল। এই প্রাক্তন পেসার বলেছেন, ‘আমরা সাদা বলের ক্রিকেটে যুগের পর যুগ ধরে সেকেলে ধরনের খেলা খেলে চলছি। কঠোর পদক্ষেপ দরকার। এটা বদল করা দরকার। ভয় না পেয়ে ক্রিকেট খেলতে হবে। দলে তরুণ ক্রিকেটারদের দরকার। যদি ৫-৬টা বদল করতে হয়, তাহলে দয়া করে সেটা করুন। আগামী ৬ মাস ধরে হয়তো দল হারতে থাকবে। কিন্তু এখন থেকে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য দল গঠনের কাজ শুরু করতে হবে।’

পাকিস্তানের বোলিং নিয়ে অখুশি আক্রম

নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা পেসার ছিলেন। তাঁর স্যুইংয়ের মোকাবিলা করতে গিয়ে সব দেশের ব্যাটররাই সমস্যায় পড়তেন। সেই আক্রম এখন পাকিস্তানের বোলারদের পারফরম্যান্স দেখে হতাশ ও ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। আপনারাই ওদের তারকা বানিয়েছেন। গত পাঁচটি ওডিআই ম্যাচে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। প্রতি উইকেটের জন্য ওরা ৬০ রান করে দিয়েছে। আমাদের গড় ওমান বা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে ১৪ দল ওডিআই খেলছে, তার মধ্যে পাকিস্তানের বোলারদের গড় শুধু সবার শেষে থাকা দলের বোলারদের চেয়ে ভালো।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা হাতে দর্শককে জোর করে সরিয়ে দেওয়া হল, ভাইরাল ভিডিও

'আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো খরচ করেছে পাকিস্তান?' ম্যাচ বাতিল হওয়ায় সংশয়ে মহম্মদ কাইফ

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম