চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ফর্মে ভারতের সহ-অধিনায়ক শুবমান গিল। প্রথম দুই ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন তিনি। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শুবমানকে ভারতীয় দলের দরকার।
বুধবার ভারতীয় দলের নেটে অনুশীলন করেননি অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুবমান গিল। ফলে তাঁরা রবিবার খেলবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়। হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় ঝুঁকি নিয়ে রোহিত সেমি-ফাইনালের আগে গ্রুপের শেষ ম্যাচে খেলবেন কি না স্পষ্ট নয়। তবে শুবমানের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সরকারিভাবে ভারতীয় দলের অনুশীলন বন্ধ ছিল। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে সাপোর্ট স্টাফদের নিয়ে অনুশীলনে যান শুবমান। তিনি দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেন। বুধবার একমাত্র শুবমানই ভারতীয় দলের অনুশীলনে ছিলেন না। রোহিত নেটে ব্যাটিং না করলেও, মাঠে ছিলেন। কিন্তু শুবমানকে দেখা যায়নি। ফলে ভারতের সহ-অধিনায়ক চোট পেয়েছেন না অসুস্থ, সে বিষয়ে জল্পনা শুরু হয়। তবে সবাইকে আশ্বস্ত করে বৃহস্পতিবার প্রায় দু'ঘণ্টা অনুশীলন করেন শুবমান। তিনি বুঝিয়ে দিয়েছেন, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে তৈরি।
ফর্ম ধরে রাখতে তৈরি শুবমান
আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে থ্রো-ডাউন স্পেশালিস্টদের সঙ্গে অনুশীলন করেন শুবমান। তিনি সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় থাকা দুই পেসার ও তিন স্পিনারের বলে ব্যাটিং অনুশীলনও করেন। বিসিসিআই ও ভারতীয় দলের পক্ষ থেকে শুবমানের চোটের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই তারকা ব্যাটার রবিবারের ম্যাচের আগে অতিরিক্ত একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। এই কারণেই তিনি অনুশীলন করেননি। ফলে ভারতের সহ-অধিনায়ক রবিবার খেলবেন এবং ব্যাটিং ওপেন করবেন বলেই আশা করা হচ্ছে।
রোহিতকে নিয়ে জল্পনা অব্যাহত
বুধবার ভারতীয় দলের অনুশীলনে থাকলেও, নেটে ব্যাটিং অনুশীলন এড়িয়ে যান রোহিত। তাঁকে বেশিরভাগ সময়ই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের সঙ্গে দেখা যায়। এর ফলে ভারতের অধিনায়কের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জল্পনা তৈরি হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। এই চোট নিয়েই অবশ্য তিনি ব্যাটিং করেন। কিন্তু সেমি-ফাইনালের আগে ঝুঁকি নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি না স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার সামনে নিউজিল্যান্ড, সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড ভাঙার মুখে বিরাট কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান, সাত পাকে ঘোরা ভুলে স্ক্রিনে চোখ বর-কনের
এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাবে বিসিসিআই? কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ?