সংক্ষিপ্ত
সদ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় দল। কয়েক মাস পরেই ফের বহুদেশীয় টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের লড়াই হতে চলেছে।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-২০ ফর্ম্যাটে। ফলে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মতো তারকারা এই টুর্নামেন্টে খেলবেন না। কারণ, তাঁরা ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। ফলে সূর্যকুমার যাদব, যশস্বী জয়সোয়াল, অভিষেক শর্মারা এশিয়া কাপ খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন। তবে ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর হল, বিসিসিআই সম্ভবত এবারের এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাচ্ছে। ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে এশিয়া কাপ। ভারতীয় দলের অবশ্য তাতে সমস্যা হওয়ার কথা নয়। কারণ, দুবাইয়ে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলছেন মহম্মদ শামি, শুবমান গিলরা। ফলে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত ভারতীয় ক্রিকেটাররা।
কেন সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ?
বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোয় পিসিবি পাল্টা দাবি করেছে, তারাও ভারতে দল পাঠাবে না। এ বিষয়ে বিসিসিআই, আইসিসি ও পিসিবি-র মধ্যে চুক্তি হয়েছে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ এবার থেকে নিরপেক্ষ দেশেই হবে। আইসিসি-র দেখানো পথেই হাঁটতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলের বদলে পুরো টুর্নামেন্টই ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিসিসিআই যদি এই প্রস্তাবে আপত্তি না জানায়, তাহলে ফের সংযুক্ত আরব আমিরশাহিতে বড়মাপের ক্রিকেট টুর্নামেন্টের আসর বসতে চলেছে।
হাইব্রিড মডেলে হবে টি-২০ বিশ্বকাপ
বিসিসিআই-এর আপত্তিতে ২০২৩ সালের এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ পাকিস্তানের বদলে শ্রীলঙ্কায় হয়। চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও হচ্ছে হাইব্রিড মডেলে। পাল্টা পিসিবি দাবি করেছে, তারা ২০২৮ পর্যন্ত ভারতে পুরুষ বা মহিলা দল পাঠাবে না। ভারতে এ বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ এবং আগামী বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। এই দুই আইসিসি ইভেন্টেই দল পাঠাবে না পিসিবি। ফলে হাইব্রিড মডেলে হতে চলেছে পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নেটে অনুশীলনে গরহাজির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না রোহিত-শুবমান?
চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে ম্যাচ না জিতেই বিদায় বাংলাদেশের