সংক্ষিপ্ত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আয়োজক দেশ পাকিস্তান এবং গতবার সেমি-ফাইনাল খেলা বাংলাদেশ। দুই দলেরই পারফরম্যান্স হতাশাজনক।

বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের কারণে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। এদিনই আনুষ্ঠানিকভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ বাংলাদেশ ও পাকিস্তানের অভিযান শেষ হল। এই টুর্নামেন্টে পাকিস্তান ও বাংলাদেশের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। দুই দলই ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারার পরেই পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলে। বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় পাকিস্তানের বিদায় নিশ্চিত করে। একইসঙ্গে বাংলাদেশও ছিটকে যায়। ফলে বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। বৃষ্টির জন্য সেই ম্যাচও হল না।

জয় পেল না বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান এবং বাংলাদেশ জয় দিয়ে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ অভিযান শেষ করতে চেয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ হল না। ফলে দুই দল তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট করে নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিল। এই টুর্নামেন্ট শেষ করার আগে দুই দল একটি করে পয়েন্ট ভাগ করে নেয়। পাকিস্তানের জন্য এটি খুবই হতাশাজনক ছিল। বিশেষ করে যখন তারা ২৯ বছর পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে। অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করার পরেও আইসিসি ইভেন্টে ছাপ ফেলার সুযোগ হাতছাড়া করেছেন।

শান্তর হুঙ্কারই সার

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শুরু হওয়ার আগে শান্ত বলেছিলেন, তাঁরা যে কোনও দলকে হারাতে পারেন এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছেন। কিন্তু ভারতের বিরুদ্ধে তিনি নিজেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, দলও হেরে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হেরে যায় বাংলাদেশ। সেদিনই শান্তদের বিদায় নিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবারের ম্যাচ না হওয়ায় হতাশাজনকভাবেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে খেলতে গিয়ে এক পয়েন্ট নিয়েই বিদায় নিতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত, নিজেদের দেশে কোনও ম্যাচ না জিতেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ পাকিস্তানের

'এত কলা! বাঁদরও তো এভাবে খায় না,' পাকিস্তানের ক্রিকেটারদের কটাক্ষ ওয়াসিম আক্রমের

ফিল্ডিং কোচের সঙ্গে দুবাইয়ের রাস্তায় ভারতের অধিনায়ক, ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে