
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবে খেলতে নামলেও, ভারতীয় দল জিততে পারবে না। এমনই ভবিষ্যৎবাণী করলেন আইআইটি বাবা ওরফে অভয় সিং। প্রয়াগরাজে মহাকুম্ভে বিখ্যাত হয়ে ওঠা এই সন্ন্যাসীর দাবি, বিরাট কোহলি বা অন্য যে ক্রিকেটারই ভারতের হয়ে খেলুন না কেন, দলকে জেতাতে পারবেন না। এক সাক্ষাৎকারে আইআইটি বাবা বলেছেন, ‘আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, ভারত এবার জিততে পারবে না। যাঁরাই খেলুন না কেন, বিরাট কোহলি বা অন্য কেউ, সবাইকে বলে দিন, আজ ম্যাচ জিতিয়ে দেখান। এখন আমি যখন বলে দিয়েছি জিতবে না তো জিতবে না। ভগবান বড় না আপনি বড়?’
আইআইটি বাবা কে?
আইআইটি বম্বের প্রাক্তনী অভয় কানাডায় মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছিলেন। তবে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিকতার টানে সন্ন্যাস গ্রহণ করেছেন। প্রয়াগরাজে মহাকুম্ভের সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়। এরপর দেশজুড়ে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এই আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা করতে শুরু করেন। কিন্তু রবিবার ভারত হেরে যাবে বলায় অনেকেই ক্ষুব্ধ। আইআইটি বাবার প্রতি অনেকেরই ভক্তি-শ্রদ্ধা কমে গিয়েছে।
রবিবার কি অঘটন ঘটবে?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারতীয় দল ফেভারিট। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিও বলেছেন, পাকিস্তান জিতলে অঘটন হবে। সৌরভ ও বাসিত ক্রিকেটের দৃষ্টিভঙ্গি থেকেই ভারতের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন। কিন্তু আইআইটি বাবা আধ্যাত্মিক কারণে পাকিস্তানের জয়ের ভবিষ্যৎবাণী করেছেন। যদিও তিনি ভারতীয় হয়ে কেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের কথা জোর দিয়ে বলছেন, সেটা স্পষ্ট নয়। ভগবান কেন ভারতীয় দলের প্রতি বিরূপ হলেন, সে বিষয়ে কিছু বলেননি আইআইটি বাবা। তাঁর এই দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই সন্ন্যাসী যে দাবিই করুন না কেন, রবিবার ভারতীয় দলই জিতবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'দাম বেশি, ভারত একপেশে জয় পেলেও কেউ এবার টিভি ভাঙবে না,' নিজের দেশকেই কটাক্ষ বাসিত আলির
২৪ ঘণ্টা পর ভারত-পাকিস্তান ম্যাচ, দুবাইয়ের পিচ, আবহাওয়া কেমন থাকতে পারে?