'দাম বেশি, ভারত একপেশে জয় পেলেও কেউ এবার টিভি ভাঙবে না,' নিজের দেশকেই কটাক্ষ বাসিত আলির

Published : Feb 22, 2025, 03:51 PM ISTUpdated : Feb 22, 2025, 04:19 PM IST
T20 World Cup 2021, India vs Pakistan

সংক্ষিপ্ত

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। এগিয়ে থেকেই এই ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। পাকিস্তানের বিশেষ কেউই বিশ্বাস করতে পারছেন না যে এই ম্যাচে তাঁদের জেতার কোনওরকম সম্ভাবনা আছে।

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই খেলতে নামছে ভারতীয় দল। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত নয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ভারত অবশ্যই ফেভারিট। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমার মতে, পাকিস্তান যদি ভারতকে হারাতে সক্ষম হয়, তাহলে সেটা অঘটন হবে। কারণ, আমাদের ক্রিকেট সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে।’ এর আগে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘ভারত শুধু রবিবারের ম্যাচেই নয়, এই টুর্নামেন্টেই ফেভারিট ভারত।’ বাসিতও একই কথা বলছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারই নিজেদের দলের উপর ভরসা রাখতে পারছেন না।

নিজের দেশকেই কটাক্ষ বাসিতের

পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব খারাপ। ক্রিকেট দলের অবস্থাও তথৈবচ। এই অবস্থা নিয়ে নিজের দেশকেই কটাক্ষ করেছেন বাসিত। তিনি বলেছেন, ‘যদি একপেশে ম্যাচও হয়, তাহলে এবার কেউ টিভি ভাঙবে না। কারণ, পাকিস্তানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। এবার সবাই ক্রিকেটারদের গালমন্দ করেই ক্ষোভ মিটিয়ে নেবে।’

পাকিস্তান দল নিয়ে হতাশ বাসিত

নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে দল গঠন করেছে, তাতে খুশি নন বাসিত। তিনি নির্বাচকদের সমালোচনা করে বলেছেন, ‘কে তিন নম্বরে ব্যাটিং করবে কেউ জানে না। উসমান খানকে ইমামের সঙ্গে ওপেন করতে বলে বাবর আজমকে তিন নম্বরে আনা হতে পারে। ফকর জামান ছিটকে গিয়েছে। এখন পাকিস্তানের ব্যাটিং লাইনআপে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত সবাই একরকম। যদি কোনও গাড়ি থার্ড গিয়ারে চলে, তাহলে থার্ড গিয়ারেই থাকবে। শেষ পাঁচ বা দশ ওভারে টার্বো মোডে নিয়ে যাওয়া সম্ভব হবে না।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করতে নেমে মন্থর ব্যাটিং করেন বাবর। সেদিকেই ইঙ্গিত করেছেন বাসিত। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের বর্তমান দল নিয়ে কোনও আশা করছেন না। রবিবারই পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বলে মনে করছেন বাসিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের হ্যারিস রউফকে মাঠের বাইরে ফেলে দেবেন বিরাট? ফর্ম ধরে রাখবেন শুবমান? রবিবারের ম্যাচে কারা পার্থক্য গড়তে পারেন?

২৪ ঘণ্টা পর ভারত-পাকিস্তান ম্যাচ, দুবাইয়ের পিচ, আবহাওয়া কেমন থাকতে পারে?

রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, নজর কেড়ে নিতে পারেন এই ৬ তারকা

PREV
click me!

Recommended Stories

Ashes 2025: অ্যাশেজ়ের দ্বৈরথ ম্লান! সিডনিকাণ্ডের পর যৌথ বিবৃতি দিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, রক্তদানের আবেদন
IPL Auction 2026: আইপিএল-এর মেগা নিলামে ৩৫০ ক্রিকেটার, মঙ্গলবার উড়বে কোটি কোটি টাকা