পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। তাঁর বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন হর্ষিত রানা।
চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে না থাকলেও, রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পৌঁছে গেলেন জসপ্রীত বুমরা। এই পেসার গ্যালারিতে বসে সতীর্থদের উৎসাহ দিচ্ছেন। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তাঁর বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন হর্ষিত রানা। বাংলাদেশের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলছেন হর্ষিত। এই টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, বিসিসিআই নির্বাচক কমিটি বুমরাকে প্রাথমিক দলে রেখেছিল। আইসিসি-র কাছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দলের তালিকা জমা দেওয়ার একদিন আগে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে বুমরা মার্কি ইভেন্টে খেলতে পারবেন না। তবে খেলতে না পারলেও, মাঠের বাইরে থেকেই দলের পাশে আছেন এই পেসার। তিনি এখন দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুমরাকে দেখা যায়। ভারতীয় ক্রিকেটাররা যখন ম্যাচ শুরু হওয়ার আগে গা ঘামিয়ে নিচ্ছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে কথা বলেন বুমরা।
বর্ষসেরা ক্রিকেটার বুমরা
গত বছর ক্রিকেটের সব ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্সের জন্য গত মাসে জিতে নেওয়া আইসিসি পুরস্কার সংগ্রহ করেছেন বুমরা। এই পেসার আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার এবং বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার পুরস্কার পেয়েছেন। ভারতীয় পেসারকে আইসিসি বর্ষসেরা পুরুষ টেস্ট এবং টি-টোয়েন্টি দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বুমরা আন্তর্জাতিক পর্যায়ে সব ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। ৮৬টি উইকেট নিয়েছেন এই পেসার। এর মধ্যে রয়েছে চারবার চার উইকেট এবং পাঁচবার পাঁচ উইকেট। গড় ১৩.৭৬ এবং ইকনমি রেট ৩.০৬। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বুমরা। তাঁর বোলিং পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। কারণ, এই পেসার ১৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে যদিও ভারতীয় দল হেরে গিয়েছে। তবে বুমরা সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন। কারণ, তিনি ৯ ইনিংসে ৩২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
টসে জিতে ব্যাটিং পাকিস্তানের
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। যত কম রানে সম্ভব পাকিস্তানকে আটকে রাখাই ভারতের বোলারদের লক্ষ্য। এই ম্যাচ জিতলেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং ভারতের, ফের আগুন ঝরাতে তৈরি শামি
দুবাইয়ের আবহাওয়া কেমন থাকছে? ম্যাচে কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? পিচই বা কেমন আচরণ করবে?
'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন