পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কত রানের টার্গেট থাকবে? নিশানায় কোন বোলার থাকবে, জানালেন গিল

Published : Feb 23, 2025, 01:38 PM IST
Indian Team

সংক্ষিপ্ত

এই ম্যাচের আগেরদিন নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে যান কোহলি অনুশীলনের জন্য । তিনি বাড়তি সময় অনুশীলনও সারেন বলে খবর। তবে এই অনুশীলনের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় কোহলির এক ছবি, যা নিয়ে উদ্বেগে ভারতীয় সমর্থকরা। 

রবিবারের ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমন গিল। পরপর সেঞ্চুরি হাঁকিয়ে বিপক্ষ দলের টেনশন বাড়িয়েছেন। স্বাভাবিকভাবেই পাক ম্যাচেও তাই তাঁর ব্যাটে থেকে চার ছয় বের হবে বলে আশাবাদী ভারতীয়রা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেগা ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে শুভমন গিল বলেন, আমরা অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলব । এই পিচে ভালো স্কোর হতে পারে ৩০০ থেকে ৩২৫ রান । মিডল ওভারে যে দল বেশি ভালো খেলতে সক্ষম, তারাই ম্যাচ বের করতে পারবে। এখানে যেহেতু শিশির পড়ছে না, তাই তেমন বাড়তি কোনও গুরুত্ব নেই টসের । এই ভারতীয় ব্যাটার অনুমান করছেন, যারা দ্বিতীয় ব্যাটিং করবে, সেই দল বেশি চাপে থাকতে পারে।

পাকিস্তানের কোন বোলারকে তিনি এবং বাকি ভারতীয় দলের ব্যাটাররা কাকে কাকে টার্গেট করবেন? এ প্রশ্নের জবাবে তার সপাট জবাব, নির্দিষ্ট কোনও বোলারকে টার্গেট আমরা করব এমন কোন পরিকল্পনা করা হয়নি এখনও পর্যন্ত। সবটা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি দেখে।

এই ম্যাচের আগেরদিন নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে যান কোহলি অনুশীলনের জন্য । তিনি বাড়তি সময় অনুশীলনও সারেন বলে খবর। তবে এই অনুশীলনের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় কোহলির এক ছবি, যা নিয়ে উদ্বেগে ভারতীয় সমর্থকরা। অনুশীলনে কোহলির বাঁ-পায়ে গোড়ালির কাছে বরফ লাগানো ছবি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর চোট নিয়ে কোন কিছু ঘোষণা করা হয়নি দলের তরফে। তবে অনেকরই ধারণা বিষয়টি তেমন গুরুত্বপূর্ন নয়, খেলার সময় হয়ত বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তবে বরিবারের হাইভোল্টেজ ম্যাচে কোহলি বড় রান পান কিনা তা দেখতে অপেক্ষা কোটি কোটি সমর্থকরা।সময় যত গড়াচ্ছে ততই উৎকন্ঠায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের গতিপ্রকৃতি নিয়েও শুরু হয়েছে নানা বিশ্লেষণ। কোন দল আগে ব্যাট করে কত রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে এখন সেটাই দেখার। 

 

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার