সংক্ষিপ্ত
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও প্রথমে ফিল্ডিং করে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচের শুরুতেই বিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান মহম্মদ শামি, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিরুদ্ধেও একইরকম পারফরম্যান্সের লক্ষ্যে ভারতের বোলাররা। টসে হেরে ভারতীয় দলের সমস্যা হওয়ার কথা নয়। কারণ, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধেবেলা শিশির পড়বে। সেই সময় বোলারদের পক্ষে বল গ্রিপ করা কঠিন। ফলে ব্যাটাররা সুবিধা পাবেন। ভারতীয় দলের ক্ষেত্রে ঠিক সেটাই হতে চলেছে।
ভারতীয় দলে কোনও বদল নেই
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে যাঁরা ছিলেন, পাকিস্তানের বিরুদ্ধেও তাঁরাই খেলছেন। দলে কোনও বদল হয়নি। ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।
ফের ওপেন করছেন বাবর আজম
চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলছেন না পাকিস্তানের ওপেনার ফকর জামান। তাঁর পরিবর্তে দলে এসেছেন ইমাম-উল-হক। তাঁর সঙ্গে ব্যাটিং ওপেন করছেন বাবর আজম। পাকিস্তান দলে আর কোনও বদল হয়নি। পাকিস্তান দলে আছেন- ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সলমন আগা, তাইয়িব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ ও আবরার আহমেদ।
ওডিআই ম্যাচে টসে হারার রেকর্ড ভারতের
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে রবিবারের ম্যাচ পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে টানা ১২ ম্যাচে টসে হেরে গেল ভারতীয় দল। এক্ষেত্রে নতুন রেকর্ড হল। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের অগাস্টের মধ্যে ওডিআই ফর্ম্যাটে টানা ১১ ম্যাচে হেরে গিয়েছিল ডাচরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন
দুবাইয়ের আবহাওয়া কেমন থাকছে? ম্যাচে কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? পিচই বা কেমন আচরণ করবে?