ভারতের মুখোমুখি হওয়ার আগে বড় শাস্তির মুখে বাবর আজমরা, পাকিস্তান শিবিরে অস্বস্তি

Published : Feb 21, 2025, 08:07 PM ISTUpdated : Feb 21, 2025, 08:38 PM IST
Babar Azam and Rohit Sharma. (Photo- ICC)

সংক্ষিপ্ত

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচের আগে পাকিস্তান শিবিরে অস্বস্তি বেড়েই চলেছে।

নিজেদের দেশে প্রায় তিন দশক পর আইসিসি ইভেন্ট হচ্ছে। কিন্তু শুরু থেকেই সমস্যায় পাকিস্তান। একে তো প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় চলে গিয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। তারপর চোটের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ছিটকে গিয়েছেন ওপেনার ফকর জামান। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মন্থর ওভার-রেটের জন্য মোটা অঙ্কের জরিমানা হল। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম করেছিল পাকিস্তান। এই কারণে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি বলে নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে পাকিস্তান ৩০ গজ বৃত্তের মধ্যে একজন অতিরিক্ত ফিল্ডার রাখতে বাধ্য হয়। এই ম্যাচ শেষ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও শরফুদ্দুলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ পাকিস্তান দলের বিরুদ্ধে আইসিসি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। এরপর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জরিমানার নির্দেশ দেন।

অস্বস্তিতে পাকিস্তান শিবির

আম্পায়াররা যে অভিযোগ এনেছিলেন, তা মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। ফলে আলাদা করে শুনানির দরকার হয়নি। আইসিসি-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মহম্মদ রিজওয়ানের দলকে যে সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে এক ওভার কম বোলিং করে। তার ভিত্তিতেই আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির কথা জানিয়েছেন। খেলোয়াড় ও খেলোয়াড়দের সহযোগী ব্যক্তিদের জন্য আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও দল যত ওভার কম বোলিং করবে, সেই ওভারগুলির জন্য ম্যাচ ফি-র পাঁচ শতাংশ করে জরিমানা করা হবে। পাকিস্তান দল নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে বলে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।’

রবিবার ভারত-পাক লড়াই

ভারতীয় দল প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। রবিবার বাংলাদেশকে হারাতে পারলেই ভারতীয় দলের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। রোহিত শর্মা, শুবমান গিল, মহম্মদ শামিরা এখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ফর্মে না থাকলে এরকমই হয়,' বিরাটের লেগ-স্পিনারদের বলে আউট হওয়া নিয়ে প্রতিক্রিয়া হরভজনের

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেন এত ক্যাচ ফস্কান ফিল্ডাররা? কোথায় সমস্যা?

শামির দাপটে 'শান্ত' বাংলাদেশ, চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়নস ট্রফি শুরু ভারতের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত