দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেন এত ক্যাচ ফস্কান ফিল্ডাররা? কোথায় সমস্যা?

Published : Feb 21, 2025, 02:45 PM ISTUpdated : Feb 21, 2025, 03:16 PM IST
Team india practice session dubai

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একাধিক সহজ ক্যাচ ফস্কেছে ভারতীয় দল। বাংলাদেশও সহজ ক্যাচ ফস্কেছে। এরপরেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের এক সমর্থকের পোস্ট। সেই পোস্টে বাংলাদেশের ওই সমর্থক দাবি করেছেন, জাকের আলি যখন কে এল রাহুলের ক্যাচ ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তাঁর চোখে ফ্লাডলাইট ফেলা হয়। ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়, যাতে তিনি বল দেখতে না পান। বিসিসিআই-এর চাপে আইসিসি এই কাজ করেছে। বাংলাদেশের এই সমর্থকের দাবি হাস্যকর ঠিকই, কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে সত্যিই সমস্যা আছে। ইচ্ছাকৃতভাবে কোনও নির্দিষ্ট ফিল্ডারের চোখে আলো ফেলার ব্যবস্থা অবশ্য নেই। কারণ, ফ্লাডলাইট ওভাবে ঘোরানো বা তাক করা যায় না। তবে এই স্টেডিয়ামে কৃত্রিম আলো যেভাবে লাগানো হয়েছে, তা ক্রিকেট ম্যাচের অনুপযুক্ত। এই কারণেই দিন-রাতের ম্যাচে দ্বিতীয়ার্ধে অনেক ক্যাচ ফস্কান ফিল্ডাররা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সমস্যা কোথায়?

ইডেন গার্ডেন্স বা অন্যান্য ক্রিকেট স্টেডিয়ামে কৃত্রিম আলোর জন্য বিশাল স্তম্ভ তৈরি করা হয়েছে। সেই বাতিস্তম্ভ থেকে মাঠে আলো ফেলা হয়। এর ফলে উঁচুতে বল উঠলেও ফিল্ডারদের সেই বল দেখতে সমস্যা হয় না। কিন্তু অনেক মাঠেই সেরকম ব্যবস্থা নেই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো গ্যালারির উপর থেকে মাঠে আলোর ব্যবস্থা করা হয়েছে। এতে অনেক সময় ফিল্ডারদের চোখ ধাঁধিয়ে যায়। তাঁরা বল দেখতে পান না। পাকিস্তানের কয়েকটি স্টেডিয়ামেও ফ্লাডলাইট নিয়ে সমস্যা আছে। কয়েকদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ক্যাচ নিতে গিয়ে বল দেখতে না পেয়ে চোট পান নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। জাকের অবশ্য চোট পাননি। তবে তিনি রাহুলের ক্যাচ ফস্কান। ততক্ষণে যদিও ম্যাচ ভারতের ঝুলিতে এসে গিয়েছিল। তবে রাহুল সেই সময় আউট হয়ে গেলে ভারতীয় দলের উপর সামান্য চাপ তৈরি হতে পারত। এই কারণেই আফশোস করছে বাংলাদেশ।

ভারতীয় দলও ক্যাচ ফস্কেছে

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সহজ ক্যাচ ফেলেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। তবে তাঁরা যে বল ধরতে গিয়ে ফস্কান, সেই বল মাথার উপরে ছিল না। ফলে চোখে আলো পড়েনি। বল থেকে চোখ সরিয়ে নেওয়ার ফলেই ক্যাচ ফস্কান তাঁরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শামির দাপটে 'শান্ত' বাংলাদেশ, চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়নস ট্রফি শুরু ভারতের

পরপর ২ ওডিআই ম্যাচে শতরান, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সহ-অধিনায়ক শুবমান

ভেঙে গেল আগরকরের রেকর্ড, ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ২০০ উইকেট শামির

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর