'ফর্মে না থাকলে এরকমই হয়,' বিরাটের লেগ-স্পিনারদের বলে আউট হওয়া নিয়ে প্রতিক্রিয়া হরভজনের

Published : Feb 21, 2025, 04:36 PM ISTUpdated : Feb 21, 2025, 04:57 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি বারবার লেগ-স্পিনারদের বলে আউট হয়ে যাচ্ছেন। তাঁর ব্যাটিংয়ের এই দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠছে।

বারবার কেন লেগ-স্পিনারদের বলে আউট হয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি? এ বিষয়ে এবার মুখ খুললেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিং। এই প্রাক্তন অফ-স্পিনার বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, মন্থর গতির বোলাররা, লেগ-স্পিনাররা ওকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। লেগ-স্পিনারদের মোকাবিলা করার জন্য ওর নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার। ও যে ডট বল খেলছে, সেগুলিকে সিঙ্গলসে পরিণত করার জন্য উপায় খুঁজে বের করতে হবে। আমার মনে হয়, ফর্মে না থাকলে ঠিক এরকমই হয়। ব্যাটাররা ক্রিজে গিয়ে অনেক বেশি সময় নিতে চায়। ইনিংস গড়ে তোলার জন্য অনেক বেশি সময় নেয়। বিরাট কোহলির সঙ্গে ঠিক সেটাই হচ্ছে। ক্রিকেট দারুণভাবে সমতা বজায় রাখে। তুমি যত বড়ই হও না কেন, তোমার সুনাম কোনও কাজে লাগবে না। তুমি মাঠে নেমে কী করছো, তুমি যে সদিচ্ছার পরিচয় দিচ্ছো, সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে।’

কীভাবে লেগ-স্পিনারদের বিরুদ্ধে সাফল্য পেতে পারেন বিরাট?

বিরাটের ব্যাটিং সম্পর্কে হরভজন আরও বলেছেন, ‘আমার মনে হচ্ছে, ও ক্রিজে গিয়ে অনেক বেশি সময় নিচ্ছে বলেই আটকে যাচ্ছে। আমার বিশ্বাস, ওর নিজের উপর ভরসা রাখা উচিত এবং বিরাট কোহলির মতোই খেলা উচিত। ওর কারও কাছে কিছু প্রমাণ করার নেই। ও একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও যদি আজই অবসর নেয়, তাহলেও ও কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পাবে। ও ভারতের জন্য অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমার বিশ্বাস, ওর শুধু নিজের খেলা উপভোগ করা উচিত। মাথা থেকে বাড়তি বোঝা ঝেড়ে ফেলতে হবে। চাপমুক্ত হয়ে ব্যাটিং করতে হবে।’

বেশি ডট বল খেলছেন বিরাট

বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে ২২ রান করে লেগ-স্পিনার রিশাদ হোসেনের বলে আউট হয়ে যান বিরাট। তিনি মোট ১১টা ডট বল খেলেন। স্ট্রাইক রোটেটও করতে পারছেন না বিরাট। এই কারণেই তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেন এত ক্যাচ ফস্কান ফিল্ডাররা? কোথায় সমস্যা?

পরপর ২ ওডিআই ম্যাচে শতরান, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সহ-অধিনায়ক শুবমান

শামির দাপটে 'শান্ত' বাংলাদেশ, চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়নস ট্রফি শুরু ভারতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর