
দুবাইতে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে এবার গম্ভীর বার্তা দিলেন হেড কোচ। বলা যেতে পারে, রোহিত শর্মার পর গৌতম গম্ভীর এই বিষয়টি নিয়ে কথা বললেন। অধিনায়কের পর এবার কোচও উড়িয়ে দিলেন প্রসঙ্গটি।
চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) ফাইনালে ওঠার পর গম্ভীর সাফ জানিয়ে দিলেন, তারা একফোঁটাও বাড়তি সুবিধা পাচ্ছেন না দুবাইতে। তাঁর মতে, সমালোচকদের কাজই হল শুধু বকবক করে যাওয়া।
পাকিস্তানে খেলতে না গিয়ে ভারত সব ম্যাচ খেলছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর অজিদের সেমিফাইনালে হারানোর পর থেকেই ফের বাড়তি সুবিধার প্রশ্ন উঠতেই গম্ভীর জানান, “অন্যায্য সুবিধা নিয়ে অনেক চর্চা হচ্ছে শুনতে পাচ্ছি। কিসের অন্যায্য সুবিধা? আমরা এখানে একটা দিনও অনুশীলন করিনি। সব অনুশীল আইসিসি অ্যাকাডেমিতে করছি। এখানকার এবং ওখানকার পরিস্থিতির মধ্যে পুরো ১৮০ ডিগ্রি পার্থক্য রয়েছে।”
তিনি আরও যোগ করেছেন, “আপনারা যদি দুটি জায়গার উইকেট দেখেন, তাহলেই আকাশ-পাতাল পার্থক্যের কথা বুঝতে পেরে যাবেন। কিছু কিছু মানুষের কাজই হল বড্ড বেশি বকবক করা। ওদের এবার বড় হতে হবে। এখানে কোনও অন্যায্য সুবিধা পাইনি আমরা বা পাওয়ার প্রত্যাশাও করিনি।”
গম্ভীরের কথায়, “আমরা চেয়েছিলাম দুজন প্রথম সারির স্পিনার খেলাতে। সেই খেলাটা পাকিস্তানে হোক বা অন্য কোনও দেশে হোক। আমরা এমনিতেই দুজন স্পিনারকে নিতাম। কারণ, প্রতিযোগিতাটা উপমহাদেশে হচ্ছে। তাই স্পিনের জাল তৈরি করেছি। তাই যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যদি ভালো করে দেখেন, প্রথম দুটি ম্যাচে আমরা একজন প্রথম সারির স্পিনারকে খেলিয়েছি। গত ম্যাচ এবং আজকের ম্যাচে দুজন প্রথম সারির স্পিনার খেলেছে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।