
হাইভোল্টেজ ম্যাচে নামার আগেই চলে এল বড় আপডেট। একদিকে তো বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। কিন্তু এবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের তালিকা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে।
এমনিতেই চোটের জেরে স্কোয়াডে নেই প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড। তাছাড়া ব্যক্তিগত কারণে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। এমনকি, মিচেল মার্শকেও দলে পায়নি অজিরা। সেইসঙ্গে, একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া মার্কাস স্টয়নিস খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। চোটের জন্য অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিকটে গেলেন ম্যাথিউ শর্ট। যদিও তড়িঘড়ি তাঁর পরিবর্ত ক্রিকেটারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে অস্ট্রেলিয়ার মূল স্কোয়াডে যোগ দিয়েছেন কুপার কনলি।
প্রসঙ্গত, ২১ বছর বয়সী কুপার কনলি অস্ট্রেলিয়া স্কোয়াডের সঙ্গে পাকিস্তানে ছিলেন। তাঁকে মূলত ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছিল। এদিকে তরুণ কনলি মূলত বাঁ-হাতি একজন ব্যাটার। তবে বাঁ-হাতি স্পিন বোলিংও করতে পারেন তিনি। দুবাইতে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে বাড়তি স্পিনারের প্রয়োজন পড়তে পারে বুঝেই কনলিকে তড়িঘড়ি স্কোয়াডে ঢুকিয়ে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
কুপার কনলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে এবং ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। তবে তাঁর ক্যারিয়ার গ্রাফ খুব একটা চমকপ্রদ নয়। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনি মোট ৯টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। আর সংগ্রহ করেছেন ১১৭ রান এবং ৩টি উইকেট। অর্থাৎ, অভিজ্ঞতার নিরিখে বহুগুণ পিছিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।