ICC Champions Trophy: খেলবেন কি বুমরা? শুরু করে দিলেন রিহ্যাব, চলে এল বিরাট আপডেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যশপ্রীত বুমরা আবারও যেন চর্চার কেন্দ্রবিন্দুতে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পরামর্শ দেখে অনেকটা তেমনই মনে হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করে দিয়েছেন বুমরা। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা তাঁর একটু হলেও আছে।

তবে বুমরাকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তাঁকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে চাইছে ভারত। জানা যাচ্ছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হালকা শারীরিক কসরত শুরু করে দিয়েছেন ভারতীয় তারকা। এমনকি, বলও করছেন। তবে শরীরের উপর একদমই পুরো জোর দিচ্ছেন না। তার অর্থ হল, অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বুমরার।

Latest Videos

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে হার্দিক বা শুভমনকে নিয়ে বোর্ড ঠিক যেভাবে এগিয়েছিল, সেই এক ভাবে বুমরাকে নিয়ে এগোতে চাইছে তারা।

বোর্ডের এক আধিকারিকের কথায়, “যদি বুমরার ১% খেলার সম্ভাবনা থাকে, তাহলেও বোর্ড অপেক্ষা করবে। একদিনের বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসাবে প্রসিধ কৃষ্ণের নাম ঘোষণা করার আগে দুই সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। এমনকি, বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখনও তাঁর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরার ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড।”

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তারপর একমাত্র চোটের কারণে কোনও ক্রিকেটার বাদ পড়লে পরিবর্ত নেওয়া যাবে। আর বোর্ড এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে।

কারণ, প্রতিযোগিতা শুরু হতে এখনও ৯ দিন বাকি আছে। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ১০ দিন পরে। হাতে সময় এখনও আছে। তার মধ্যে বুমরাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। যদি প্রতিযোগিতার পরের দিকের ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যায়, তাহলেও ভারতের বেশ সুবিধা হওয়ার কথা। আপাতত এই কথা মাথায় রেখেই এগোতে চাইছে বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী