
কেঁপে উঠল বিপক্ষ। শর্মাজিকে (Rohit Sharma) বহুদিন পর দেখা গেল সেই চেনা ফর্মে। আর তিনি ফিরলেন একেবারে মোক্ষম সময়ে। কারণ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) শুরুর আগে এই দুরন্ত ফর্ম নিঃসন্দেহে দলের মনোবল অনেকটাই বাড়াবে।
কার্যত, একাই একশো রোহিত শর্মা। দুর্দান্ত একটি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দ্বিতীয় একদিনের ম্যাচেও জয়ের মঞ্চ তৈরি করে দিলেন ক্যাপ্টেন।
যদিও সাম্প্রতিক সময়ে, একেবারেই ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর সংগ্রহে ছিল মাত্র ৩১ রান। এমনকি, ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটেও। শুধু তাই নয়, তাঁর অবসর নিয়েও কথাবার্তা শুরু হয়ে গেছিল।
কিন্তু এবার তিনি নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিলেন। ৩০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেও মাথা বেশ ঠাণ্ডাই রেখেছিলেন তিনি। কিন্তু ব্যাটিং মেথড ছিল যথেষ্ট আগ্রাসী। জোরালো মেজাজেই শুরু করলেন রোহিত। কার্যত, চার-ছক্কার বন্যায় এদিন ভাসিয়ে দিলেন বরাবাটি স্টেডিয়ামে।
মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন তিনি। মোট ৪টি চার এবং ৪টি ছয়। যেন কোনও ওয়ান ডে ম্যাচই নয়, টি-২০ খেলটে নেমেছেন।
অবশ্য ম্যাচের মাঝেই স্টেডিয়ামের আলো হটাৎ করে নিভে যায়। কিন্তু তারপরেও রোহিতের ব্যাট থেকে যেন তীব্র বেগে শটের ফুলঝুরি দেখা গেল রবিবারের ম্যাচে। তাছাড়া রোহিতের স্টান্সেও কিছুটা বদল এসেছে। যেন সমস্ত সমালোচনা বন্ধ করে দিলেন নিজের ব্যাট দিয়েই।
অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। মাত্র ৭৬ বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। পরপরই চার-ছয়ের বন্যা, যেন একেবারে রোহিত ঝড়। এই নিয়ে ওয়ানডেতে ৩২টি সেঞ্চুরি হয়ে গেল রোহিতের। যদিও সেই সেঞ্চুরির পর কোনও বাড়তি উচ্ছ্বাস দেখা গেল না। এমনকি, তিনি হেলমেটও খোলেননি।
যেন জবাব দিলেন সব সমালোচনার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।