IND vs ENG: কটকে দুরন্ত সেঞ্চুরি রোহিতের, ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফের জয় ভারতের

আবারও জয় ভারতের। 

অধিনায়কের তরফ থেকে কার্যত, দুর্দান্ত ইনিংস। 

কটকে রবিবার, টসে জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিন শুরু থেকেই বিপাকে পড়ে যায় ব্রিটিশরা। সল্ট মাত্র ২৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান (India vs England ODI Series 2025)।

Latest Videos

তবে হাল ধরেন ডাকেট। মিডল অর্ডারে কার্যত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদিন। তাঁর সংগ্রহে ৬৫ রান এবং জো রুট করেন ৬৯ রান। তবে তারা আউট হয়ে যাওয়ার পর, সেইভাবে আর কেউ হাল ধরতে পারেননি (India vs England 2025)।

কারণ, হ্যারি ব্রুক করেন ৩১ রান এবং অধিনায়ক জস বাটলারের ঝুলিতে ৩৪ রান। তবে লিভিংস্টোন ৪১ রান যোগ করেন। সেই সুবাদেই ব্রিটিশরা ৩০৪ রান তুলতে সক্ষম হয় (IND vs ENG)।

এই ম্যাচে বল হাতে দাপট দেখান রবীন্দ্র জাদেজা, তিনি নেন ৩ উইকেট। অন্যদিকে, ১টি করে উইকেট পান মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তী (IND vs ENG 2025 ODI Series)।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাবাং মুডে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। খেললেন ১১৯ রানের দুরন্ত ইনিংস এবং সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন শুভমান গিল। তাঁর ঝুলিতে ৬০ রান।

বিরাট কোহলি এদিনও ব্যর্থ। তবে শ্রেয়স আইয়ার বেশ ভালো খেলেন, তাঁর সংগ্রহে ৪৪ রান। এছাড়া অক্ষর প্যাটেল করেন ৪১ এবং কে এল রাহুলের ঝুলিতে ১০ রান।

মাত্র ৪৪.৩ ওভারে, ৬ উইকেট হারিয়েই ৩০৮ রান তুলে নেয় ভারত। বলা চলে, সহজ জয় এবং গুড ক্রিকেট। ম্যাচের সেরা রোহিত শর্মা। ভারত জয়ী ৪ উইকেটে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী