ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর কেন রোহিতদের জন্য সংবর্ধনার ব্যবস্থা নেই?

ICC Champions Trophy 2025: দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল। ফলে জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছেন।

ICC Champions Trophy 2025: গত বছর টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2024) জিতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফেরার পর প্রথমে দিল্লি, তারপর মুম্বইয়ে সংবর্ধনার জোয়ারে ভেসে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য কোনওরকম সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে না। সোমবার রাতে মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত। তাঁর সতীর্থরাও দেশে ফিরছেন। কিন্তু বিমানবন্দরে ভিড়, উচ্ছ্বাসের ছবি দেখা যায়নি। এবার বিসিসিআই বা ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে কোনওরকম বিশেষ ব্যবস্থা করা হয়নি। এর কারণ হিসেবে বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রিকেটাররা টানা খেলে চলেছেন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিন সপ্তাহের বেশি সময় দেশের বাইরে থাকতে হয়েছে। কয়েকদিন পরেই নিজেদের আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে হবে। দুই মাস ধরে চলবে আইপিএল। এই কারণে ফ্র্যাঞ্চাইজি দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগে কয়েকদিন বিশ্রাম নিতে চাইছেন ক্রিকেটাররা। সে কথা মাথায় রেখেই সংবর্ধনার ব্যবস্থা করেনি বিসিসিআই।

একে একে দেশে ফিরছেন চ্যাম্পিয়নরা

Latest Videos

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'যে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা দুবাইয়ে গিয়েছিলেন, তাঁরা সবাই সোমবার রাতে দেশে ফিরেছেন। তবে কয়েকজন ক্রিকেটার এখনও দুবাইয়ে আছেন। তাঁরা দু'দিন বিশ্রাম চেয়েছেন।' আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে যাঁরা ছিলেন, তাঁরা আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার আগে এক সপ্তাহ বিশ্রাম পাচ্ছেন। সোমবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও পেসার হর্ষিত রানা। রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফেরার পরেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বেরিয়ে পড়েন বিরাট কোহলি। ১৬ মার্চ পাঞ্জাব কিংসে যোগ দেবেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার আগে তিনি কয়েকদিন বিশ্রাম নিচ্ছেন।

৯ মাসে জোড়া আইসিসি ট্রফি

ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জয়ের ৯ মাসের মধ্যে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতল। এই সাফল্যে সারা দেশ উচ্ছ্বসিত। কিন্তু এবার সংবর্ধনার ক্ষেত্রে বৈপরীত্য দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের বিসর্জনের আগে রাজ্যে কোন চাকরি হচ্ছে না' সাফ বুঝিয়ে দিলেন | Suvendu Adhikari on OBC
আজ বারুইপুরে 'দম' দেখাবেন শুভেন্দু! ব্যাকফুটে তৃণমূল! দেখুন | Baruipur BJP News Today | Suvendu News
'এই নিকম্মা গুলো কেন আছে! সভার জন্য হাইকোর্ট যেতে হচ্ছে' ধুয়ে দিলেন দিলীপ | Dilip Ghosh Latest News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
‘Mamata Banerjee-র নিজের নাম হবে না বলে কেন্দ্রের সাহায্য নিচ্ছেন না!’ তীব্র আক্রমণ Dilip Ghosh-এর