
চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025), গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন ম্যাট হেনরি। কিন্তু চোটের জেরে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালই খেলতে পারলেন না তিনি। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় দলের বাইরে থাকতে হল তাঁকে। এদিন খেলতে না পেরে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন হেনরি।
টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তারপর আর সেই ম্যাচে খেলেতে পারেননি তিনি। যদিও ফাইনালের আগে ম্যাটকে সুস্থ করে তোলার অনেক চেষ্টা করা হয়েছিল। এমনকি, সাংবাদিক বৈঠকে অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছিলেন, শনিবার ফিটনেস পরীক্ষা করে দেখা হবে হেনরির।
শুধু তাই নয়, রবিবার ম্যাচের আগেও মাঠে অনুশীলন করেন তিনি। বল করার সময় রীতিমতো বোঝা যাচ্ছিল যে, কাঁধে বেশ যন্ত্রণা হচ্ছে তাঁর। তাই অনেক চেষ্টা করেও তাঁকে খেলানো যায়নি। ম্যাচের আগে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে, হেনরিকে প্রথম একাদশের বাইরে রাখা হবে। তাঁর বদলে ফাইনালে ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান নেথান স্মিথ।
আর খেলতে পারবেন না জেনেই মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েন ম্যাট হেনরি। তাঁর কাছে সঙ্গে সঙ্গে যান সতীর্থরা। এরপর হেনরিকে সান্ত্বনা দিতে থাকেন তারা। এমনকি, তাঁকে কোচ গ্যারি স্টিডও গিয়ে জড়িয়ে ধরেন। কাঁদতে কাঁদতেই মাঠের বাইরে চলে যান হেনরি। তাঁর এই কান্নার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।