ফিল্ডিংয়ে চমক নিউজিল্যান্ডের, শ্রেয়াস-অক্ষরের লড়াইয়ে ভারতীয় দল ২৪৯/৯

Published : Mar 02, 2025, 06:04 PM ISTUpdated : Mar 02, 2025, 06:51 PM IST
Shreyas Iyer

সংক্ষিপ্ত

রবিবারই চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার শুরুতে ব্যাটিং করল ভারতীয় দল। এদিনই প্রথমবার কঠিন পরিস্থিতিতে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে উইকেট হারিয়ে রান করল ভারতীয় দল। প্রাথমিক বিপর্যয়ের পর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের জুটিই ভারতীয় দলকে লড়াইয়ে রাখল। ৩০ রানে ৩ উইকেট অবস্থায় জুটি বেঁধে ৯৮ রান যোগ করে এই জুটি। ৯৮ বলে ৭৯ রান করেন শ্রেয়াস। ৬১ বলে ৪২ রান করেন অক্ষর। কে এল রাহুল করেন ২৩ রান। রবীন্দ্র জাডেজা করেন ১৬ রান। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুবমান গিল ২, বিরাট কোহলি ১১ রান করেন। হার্দিক পান্ডিয়া করেন ৪৫ রান। মহম্মদ শামি ৫ রান করেন। ১ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের হয়ে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। ১ উইকেট করে নেন কাইল জেমিসন, উইলিয়াম ওরুরকি, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।

অসাধারণ ফিল্ডিং নিউজিল্যান্ডের

এদিন নিউজিল্যান্ডের ফিল্ডিং নজর কেড়ে নিল। গ্লেন ফিলিপস, উইল ইয়াং, কেন উইলিয়ামসনরা অসাধারণ সব ক্যাচ নিলেন। হেনরির বলে ফিলিপস যেভাবে বিরাটের ক্যাচ নিলেন, তাতে সারা মাঠ অভিভূত হয়ে যায়। উইলিয়ামসন প্রথমে অক্ষর, তারপর জাডেজার ক্যাচও অসাধারণ ভঙ্গিতে নেন। রোহিত ও শ্রেয়াসের ক্যাচ নেন ইয়াং। রাহুলের ক্যাচ নেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ডকে ২৫০ রানের কমে আটকে রাখতে পারবে ভারত?

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচেই যে দল পরে ব্যাটিং করেছে, তারা জয় পেয়েছে। এই মাঠের পিচে বিকেলের পর ব্যাটিং করা তুলনামূলকভাবে সহজ। ফলে ভারতীয় দলের কাজ কঠিন। এই ম্যাচে জয় পেতে হলে ভারতীয় দলের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটারদের বড় শট খেলার সুযোগ দিলে চলবে না। ইনিংসের শুরুতেই উইকেট তুলে নিতে হবে। পেসার মহম্মদ শামির পাশাপাশি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচ, ৩০০-তম ওডিআই ম্যাচে ব্যর্থ বিরাট কোহলি

হর্ষিত রানার বদলে দলে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?