সংক্ষিপ্ত

ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। ফলে আত্মবিশ্বাস নিয়েই রবিবার গ্রুপ এ-র শেষ ম্যাচে খেলছে এই দুই দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে যে জল্পনা চলছিল, তা যে নিতান্ত অমূলক, সেটা প্রমাণ হল। এই ম্যাচে ভারতীয় দলে একটাই বদল হয়েছে। পেসার হর্ষিত রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলছেন বরুণ চক্রবর্তী। বাকি দল অপরিবর্তিত। এই ম্যাচেও টসে হেরেছে ভারত। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করছে। এই টুর্নামেন্টে প্রথমবার শুরুতে ব্যাটিং করছেন রোহিত শর্মা, শুবমান গিলরা। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে জয় পেয়েছে ভারত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় স্কোরই ভারতীয় দলের লক্ষ্য থাকছে।

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড দল- উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও'রুরকি।

ফের টসে হার রোহিতের

ভারতীয় দল আগেই ওডিআই ফর্ম্যাটে টানা সবচেয়ে বেশি ম্যাচে টসে হারার রেকর্ড গড়েছিল। রবিবার আরও এক ম্যাচে টসে হেরে গেলেন রোহিত। তিনি এই নিয়ে ওডিআই ফর্ম্যাটে টানা ১০ ম্যাচে টসে হারলেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২ ম্যাচে টসে হেরেছিলেন। তাঁর সেই রেকর্ড এখনও অটুট। নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বোরেন ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের অগাস্টের মধ্যে টানা ১১ ম্যাচে টসে হারেন। লারা ও বোরেনকে তাড়া করছেন রোহিত। তবে টসে হেরে গেলেও, ম্যাচ জিততে পারলেই খুশি হবেন রোহিত। তিনি এই টুর্নামেন্টে এখনও বড় স্কোর করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলাই ভারতের অধিনায়কের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৩০০-তম ওডিআই ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জয় উপহার দিতে পারবেন বিরাট কোহলি?

রবিবার দুবাইয়ের আবহাওয়া কেমন থাকছে? পিচ কি ফের স্পিনারদের সাহায্য করবে?

'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের