সংক্ষিপ্ত
গ্লেন ফিলিপস: নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ম্যাচটি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে। এই ম্যাচে কিউই খেলোয়াড় গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচ বিরাট কোহলির ৩০০তম ওয়ানডেতে জল ঢেলে দিয়েছে। আসুন এক নজর দেখে নেওয়া যাক।
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ এ-র শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছ ভারতীয় দল। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথমে শুবমান গিল ২ রান করে আউট হয়ে যান। তারপর অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ৩০০-তম ওডিআই ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলিকে এক অসাধারণ ক্যাচের ফলে ফিরে যেতে হয়। ফলে ভারতীয় দল বড় ধাক্কা খায়। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করা বিরাট এই ম্যাচেও ভালো ছন্দে ছিলেন। ক্রিজে যাওয়ার পরেই তিনি বাউন্ডারি হাঁকান। কিন্তু এই ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরতে হল বিরাটকে।
১১ রান করে আউট বিরাট
ভারতের ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে যান ম্যাট হেনরি। তিনি এই ওভারের চতুর্থ বলে বিরাটের মুখোমুখি হন। তিনি আউটসাইডে ব্যাক অফ লেন্থ বল করেন। সেই বল পয়েন্টের দিকে কাট করে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন বিরাট। কিন্তু, সেখানে ফিলিপস ফিল্ডিং করছিলেন। তিনি লাফিয়ে বলটি নিজের হাতে তুলে নেন। নিজের ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি বিরাটকে ফিরিয়ে দেন। এই বলে বাউন্ডারি লেখা ছিল। কিন্তু অসামান্য ক্যাচে থেমে যায় বিরাটের ইনিংস। এভাবেই বিরাট তাঁর ৩০০-তম ওডিআই ম্যাচে মাত্র ১১ রান করে আউট হন।
বিরাটের ব্যর্থতায় হতাশ অনুষ্কা
বিরাট আউট হওয়ার পর সারা মাঠে নীরবতা নেমে আসে। ফিলিপসের দুর্দান্ত ক্যাচ দেখে সব ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হতবাক হয়ে যান। শুধু তাই নয়, বিরাটকে সমর্থন করতে আসা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও মনমরা হয়ে যান। প্রথমবারের মতো অনুষ্কা এই টুর্নামেন্টে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিরাটকে সমর্থন করতে এসেছিলেন। কিন্তু এই ম্যাচেই বিরাট বড় রান পেলেন না। ফিলিপসের ক্যাচ দেখে অনুষ্কাও বিশ্বাস করতে পারেননি। তাঁর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল যেন মাঠে কোনও বিপর্যয় নেমে এসেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
হর্ষিত রানার বদলে দলে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের
৩০০-তম ওডিআই ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জয় উপহার দিতে পারবেন বিরাট কোহলি?
'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের