
২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে কি গ্যালারিতে ভারতের সমর্থক সংখ্যাই বেশি থাকবে? এই সম্ভাবনা বাড়ছে। কারণ, গত বছর থেকেই পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না সংযুক্ত আরব আমিরশাহি সরকার। পুলিশ ভেরিফিকেশন ছাড়া ভিসা দেওয়া হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানিরা ভিসা পাচ্ছে না। পাকিস্তানের বিনোদন জগতের তারকা, রাজনীতিবিদ, ব্যবসায়ীরাও সংযুক্ত আরব আমিরশাহির ভিসা পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই জানিয়েছেন, তাঁরা ভিসা পাচ্ছেন না। সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সল নিয়াজ তিরমিজি স্বীকার করেছেন, পাকিস্তানিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তিনি এ বিষয়ে 'এক্স' হ্যান্ডলে পোস্টে জানিয়েছেন, ‘পাকিস্তানিদের ভিসার সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিসা পেতে হলে পাকিস্তানিদের দেশে ফেরার বিমানের টিকিট, হোটেল বুকিং, ৩০০০ দিরহাম (সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রা) থাকতে হবে।’
কেন ভিসা পাচ্ছে না পাকিস্তানিরা?
সংযুক্ত আরব আমিরশাহি সরকার জানিয়েছে, পাকিস্তানিরা আইন লঙ্ঘন করছে। তারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করছে, ভুয়ো নথি ব্যবহার করছে, অপরাধমূলক কাজে যুক্ত থাকছে। পাকিস্তানিরা নানা ধরনের রাজনৈতিক কার্যকলাপ, বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকছে। সংযুক্ত আরব আমিরশাহির আইন অনুযায়ী, কোনও বিদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বা বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকতে পারে না। কিন্তু পাকিস্তানিরা ঠিক সেটাই করছে। তারা সংযুক্ত আরব আমিরশাহিতে অস্থিরতা তৈরি করছে। এছাড়া জাল নথি, ভুয়ো পরিচয়পত্র, জাল পাসপোর্টের মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানিরা চুরি, প্রতারণা, যৌন ব্যবসা, মাদকের কারবার করছে। অনেকে আবার ভিক্ষা করছে। সংযুক্ত আরব আমিরশাহি সরকার এসব বরদাস্ত করতে রাজি নয়। এই কারণেই পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড কড়াকড়ি করা হয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর প্রথমবার ভারত-পাকিস্তানের সিনিয়র পুরুষ ক্রিকেট দল মুখোমুখি হচ্ছে। বিরাট কোহলি-বাবর আজমদের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মুখোশ খুলল পাকিস্তানের! পাক অধিকৃত কাশ্মীরে হামাসকে জইশ ও লস্করের ভিআইপি সংবর্ধনা!
ফের কাঙাল হতে চলেছে পাকিস্তান? ট্রাম্পের কড়া পদক্ষেপে বন্ধ হল USAID
পুরনো গাড়িকে টেসলায় রূপান্তর, ভিডিও ভাইরাল হতেই পাকিস্তানের অর্থনীতি নিয়ে খোঁচা