অনুশীলনে সেই বাঁ হাঁটুতেই চোট পেলেন, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন ঋষভ পন্থ?

Published : Feb 16, 2025, 06:14 PM ISTUpdated : Feb 16, 2025, 06:50 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ভারতীয় শিবিরে খারাপ খবর। রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পেলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ২০২২ সালের শেষদিকে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন ঋষভ। সেই সময় তিনি বাঁ হাঁটুতেই সবচেয়ে বেশি চোট পেয়েছিলেন। তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় এই ক্রিকেটারকে। গত বছর চোট সারিয়ে মাঠে ফিরেছেন ঋষভ। তবে তাঁর বাঁ হাঁটু নিয়ে এখনও সতর্ক ভারতীয় শিবির। রবিবার সেই জায়গাতেই চোট লাগায় কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। সব ম্যাচেই ঋষভকে ভারতের দরকার। এই কারণে তাঁর চোট নিয়ে সতর্ক ভারতীয় শিবির।

হার্দিক পান্ডিয়ার জন্য চোট পেলেন ঋষভ

শনিবার দুবাইয়ে পৌঁছয় ভারতীয় দল। এরপর রবিবার প্রথম অনুশীলন ছিল। ব্যাটিং অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়া যে নেটে ব্যাটিং করছিলেন, তার পাশেই দাঁড়িয়েছিলেন ঋষভ। হার্দিকের একটি স্ল্যাশ সোজা ঋষভের বাঁ হাঁটুতে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। ভারতীয় দলের ফিজিও ছুটে যান। তিনি ঋষভের চোটের জায়গায় আইস প্যাক দেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান ঋষভ। তবে তিনি ভালোভাবে হাঁটতে পারছিলেন না। সতীর্থ খোঁড়াচ্ছেন দেখে ছুটে যান হার্দিক। তিনি ঋষভকে জড়িয়ে ধরে দুঃখপ্রকাশ করেন। এরপর ঋষভের হাঁটুতে ব্যান্ডেজ করে দেন ফিজিও। ড্রেসিংরুমে ফিরে যান ঋষভ। তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের ব্যাটিং করতে নামেন। তবে চোট পাওয়ার পর কোনও সময়েই ঋষভকে দেখে মনে হয়নি তিনি স্বস্তিতে আছেন।

ঋষভের পরিবর্তে কে এল রাহুল?

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি ঋষভ। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেন কে এল রাহুল। তিনিই বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন। তবে ঋষভকেও তৈরি রাখতে চায় ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঋষভ পন্তের প্রাণ বাঁচানো রজত, এখন নিজের জীবনের জন্য লড়াই করছেন! করুণ পরিণতি

আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

'ভিকট্রি ভাইবস,' ঋষভ পন্থের উদ্দেশ্যে নতুন ভিডিও শেয়ার ঊর্বশী রাউতেলার? জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম