পাকিস্তানেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে বিসিসিআই?

ভারতীয় দলকে ছাড়াই কি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? না কি দেড় দশকেরও বেশি সময় পর পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই? কয়েকদিনের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে যেতে চলেছে।

আগামী সোমবার, ১১ নভেম্বর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারে আইসিসি। রবিবার লাহোরে যাচ্ছে আইসিসি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল মঙ্গলবার পর্যন্ত লাহোরে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সূচিও ঘোষণা করতে চলেছেন আইসিসি-র প্রতিনিধিরা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আইসিসি প্রতিনিধিদলের লাহোর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছুদিন আগে পর্যন্ত জল্পনা চলছিল, বিসিসিআই-এর আপত্তিতে পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ভারতীয় দলকে ছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়। কিন্তু তারপরেও পাকিস্তানেই হতে চলেছে এই টুর্নামেন্ট। ফলে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। পাকিস্তানে দল পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি বিসিসিআই। ফলে কয়েকদিন অপেক্ষা করতে হবে।

ভারতীয় দলকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Latest Videos

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে থাকতে পারে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে থাকতে পারে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে এই টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলের সব ম্যাচই হবে লাহোরে। ১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। লাহোর ছাড়াও করাচি, রাওয়ালপিন্ডিতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ৯ মার্চ লাহোরে হতে পারে ফাইনাল। ৫ মার্চ করাচিতে প্রথম সেমি-ফাইনাল হতে পারে। ৬ মার্চ রাওয়ালপিন্ডিতে হতে পারে দ্বিতীয় সেমি-ফাইনাল। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হবে। কিন্তু ভারতীয় দল যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে কি ভারতকে ছাড়াই হবে এই টুর্নামেন্ট?

কী করবে বিসিসিআই?

কেন্দ্রীয় সরকার যদি বিসিসিআই-কে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি না দেয়, তাহলে ভারতীয় দলের পক্ষে লাহোরে খেলতে যাওয়া সম্ভব নয়। ফলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে বিসিসিআই-কে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়', সাফ বার্তা ইসিবি-র, কপাল পুড়ছে পাকিস্তানের?

নেপথ্যে ভারতের চাপ, পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এগিয়ে কোন দেশ?

যাবতীয় ব্যবস্থাপনা সম্পূর্ণ হতে ঢের বাকি, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চাপে পাকিস্তান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury