আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে ২২৮ বলে ২৩৩, কেকেআর ম্যানেজমেন্টকে জবাব শ্রেয়াসের

ভারতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই যখন খারাপ ফর্ম সত্ত্বেও ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন, তখন রঞ্জি ট্রফিতে খেলেই ফের নিজেকে প্রমাণ করছেন শ্রেয়াস আইয়ার।

আইপিএল ২০২৫ মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন করেনি। কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনওরকম যোগাযোগ রাখা হয়নি বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে কেকেআর-কে জবাব দিলেন আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ওড়িশার বিরুদ্ধে ২২৮ বলে ২৩৩ রানের ঝকঝকে ইনিংসে খেললেন শ্রেয়াস। তাঁর ইনিংসে ছিল ২৪টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ১০২.১৯। রঞ্জি ট্রফিতে কোনও দলের বোলিং আক্রমণের সঙ্গে আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা চলে না। কিন্তু যে কোনও পর্যায়ের ক্রিকেটেই ১০০-এর বেশি স্ট্রাইক রেটে দ্বিশতরান করা যথেষ্ট কৃতিত্বের। এই কৃতিত্ব অর্জন করেছেন শ্রেয়াস। তিনি ফিটনেস ও ফর্মের পরিচয় দিয়েছেন। আইপিএল নিলামের আগে শ্রেয়াসের এই দ্বিশতরান তাঁর দর বাড়িয়ে দিতে পারে। যে কোনও ফ্র্যাঞ্চাইজি এই ব্যাটারকে দলে পেতে চাইবে। একইসঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবিও জোরালো করলেন শ্রেয়াস।

রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত সর্বাধিক স্কোর শ্রেয়াসের

Latest Videos

বুধবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের শেষে ১৫২ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫-তম শতরান করেন। বুধবার যেখানে খেলা শেষ করেছিলেন, বৃহস্পতিবার সেখান থেকেই খেলা শুরু করেন শ্রেয়াস। তিনি ২০১ বলে দ্বিশতরান পূর্ণ করেন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর ছিল ২০২। এদিন সেই স্কোর ছাপিয়ে গেলেন এই ব্যাটার। শ্রেয়াস যখন ব্যাটিং করতে নেমেছিলেন, তখন মুম্বইয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১৫৪। চতুর্থ উইকেট জুটিতে সিদ্ধেশ লাডের সঙ্গে ৩৫৪ রান যোগ করেন শ্রেয়াস। সিদ্ধেশ ১৬৯ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬০২ রান তুলে ডিক্লেয়ার করে দেয় মুম্বই।

ফর্মে ফিরেছেন শ্রেয়াস

চলতি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৪২ রানের অসাধারণ ইনিংস খেলেন শ্রেয়াস। এবার ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরান করে তিনি বুঝিয়ে দিলেন, ফের বড় মঞ্চে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রিটেইন করল না কেকেআর, ঠিক সিদ্ধান্ত নেওয়া হল?

১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কু সিংকে ধরে রাখল কেকেআর, থাকছেন রাসেল-নারিন

৪৬ জন ক্রিকেটারকে রিটেইন করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি, কারা আছেন তালিকায়?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
‘মমতার ধর্ম নিয়ে রাজনীতির জন্য বেলডাঙার এই অবস্থা!’ মমতাকে তোপ শমীকের! | Samik Bhattacharya BJP
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today