রবীন্দ্র জাডেজার হাতের টেপ কেন খুলতে বললেন আম্পায়ার? জেনে নিন আসল কারণ

Published : Mar 04, 2025, 06:46 PM ISTUpdated : Mar 04, 2025, 07:09 PM IST
Ravindra Jadeja (L), Varun Chakravarthy (M), and Hardik Pandya (R). (Photo/ICC )

সংক্ষিপ্ত

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলছে। এই ম্যাচে হঠাৎই বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছিলেন। এই কারণে হাতে টেপ জড়িয়েছিলেন। সেই টেপ নিয়ে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়লেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তাঁকে বাঁ হাতে জড়ানো টেপ খুলতে বলেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা হয় জাডেজার। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও আম্পায়ারের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। আম্পায়ারের নির্দেশ অনুযায়ী টেপ খুলতে বাধ্য হন জাডেজা। তবে পরের ওভারেই আবার হাতে টেপ জড়ানোর অনুমতি দেন জাডেজা। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে নানা মত পেশ করছেন।

কেন টেপ খুলতে বাধ্য হন জাডেজা?

আইসিসি-র নিয়ম অনুযায়ী, উইকেটকিপার ছাড়া অন্য কোনও ফিল্ডারকে গ্লাভস বা শরীরের বাইরে বেরিয়ে থাকা লেগ গার্ড পরার অনুমতি দেওয়া যাবে না। আম্পায়ারের অনুমতি ছাড়া কোনও ফিল্ডার হাত বা আঙুলে টেপ জড়াতে পারবেন না। কোনও বোলার যদি হাতে টেপ জড়িয়ে থাকেন, তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারেন আম্পায়াররা। বোলারের হাতে যদি চোট থাকে, তাহলে তাঁকে টেপ জড়ানোর অনুমতি দেওয়া যাবে। এই কারণেই জাডেজার হাতের টেপ খোলালেও, পরে আবার টেপ জড়ানোর অনুমতি দেন আম্পায়ার।

কোথায় সমস্যা জাডেজার?

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯-তম ওভারে স্টিভ স্মিথের খেলা শট আটকাতে গিয়ে হাতে চোট পান জাডেজা। এই কারণেই তিনি হাতে টেপ জড়ান। কিন্তু এরপর যখন জাডেজা বোলিং করতে যান, তখন তাঁকে আটকান আম্পায়ার। তবে পরে যখন জাডেজা বোঝান, তাঁর হাতে সত্যিই চোট লেগেছে, তখন আবার টেপ জড়ানোর অনুমতি দেন আম্পায়ার। এই ম্যাচে ভালো বোলিং করলেন জাডেজা। এই অলরাউন্ডার ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৪০ রান দিয়ে জোড়া উইকেট নেন। তাঁর শিকার হন মার্নাস লাবুশেন ও জশ ইনগ্লিস। ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Irfan Pathan: এতদিন ধরে কোনও হাফ সেঞ্চুরি নেই! জাদেজার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ ইরফান পাঠান
টি-২০ বিশ্বকাপ ২০২৬: জটিলতা দূর করতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল