IND vs AUS: কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল ভারত?

অজিদের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল ভারত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিত শর্মারা। মঙ্গলবার, টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। এমনকি, ফিল্ডিংয়ের সময় অন্যান্য ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

কিন্তু কেন? কারণ, সোমবার প্রয়াত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মাকর শিভালকর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেয় ভারত।

Latest Videos

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন শিভালকর। সেই ১৯৬১-৬২ মরশুমে, ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। মোট ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৮৯টি উইকেট নিয়েছেন শিভালকর। জীবনের ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন। দুঃখজনকভাবে গোটা ক্যারিয়ার ধারাবাহিকভাবে পারফর্ম করা সত্ত্বেও কোনওদিন জাতীয় দলে সুযোগ পাননি এই ক্রিকেটার।

যদিও ঘরোয়া ক্রিকেটের এই নক্ষত্রকে প্রয়াণের পর সম্মান জানাল বিসিসিআই। একটি বিবৃতি দিয়ে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, “পদ্মাকর শিভালকরের আকস্মিক প্রয়াণে বিসিসিআই শোকস্তব্ধ। ৩ মার্চ তিনি প্রয়াত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।” তবে শুধু বিবৃতি জারি নয়, এদিন ভারতীয় দলের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরেও মাঠে নামার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আর সেইজন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রোহিত শর্মারা। মঙ্গলবার, টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। এমনকি, ফিল্ডিংয়ের সময় অন্যান্য ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News