এবার ব্যাটে দেখা গেল MRF, সচিন তেন্ডুলকর-বিরাট কোহলির পথে শুবমান গিল

Published : Mar 04, 2025, 08:54 PM ISTUpdated : Mar 04, 2025, 08:57 PM IST
এবার ব্যাটে দেখা গেল MRF, সচিন তেন্ডুলকর-বিরাট কোহলির পথে শুবমান গিল

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বহুজাতিক টায়ার প্রস্তুতকারক জায়ান্ট মাদ্রাজ রাবার ফ্যাক্টরির (এমআরএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন শুবমান গিল। 

মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সেমিফাইনালে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিলকে একটি নতুন ব্যাট স্টিকার নিয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বহুজাতিক টায়ার প্রস্তুতকারক জায়ান্ট মাদ্রাজ রাবার ফ্যাক্টরির (এমআরএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন শুবমান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দ্রুত উত্থানের কারণে এমআরএফ তাঁকে একটি লাভজনক ব্যাট স্পনসরশিপ চুক্তির প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর গ্রুপ পর্বে ২৫ বছর বয়সি এই ক্রিকেটার অপর এক টায়ার প্রস্তুতকারক জায়ান্ট সিয়াটের স্টিকার নিয়ে ব্যাট করেছিলেন। এমআরএফ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর সিয়াটের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছেন শুবমান। ২০১৯ পর্যায়ে খেলার সময় থেকে সিয়াটের সঙ্গে শুবমানের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এবার সেই সম্পর্ক শেষ হল।

ভারতীয় ক্রিকেটে এমআরএফ-এর আলাদা সম্মান

এমআরএফ দীর্ঘদিন ধরে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে সমার্থক ছিল। কারণ তিনি ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বেশ কয়েক বছর ধরে ব্র্যান্ডটির প্রচার করেছিলেন। ২০০৯ সালে অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত ধরে রেখেছিলেন। সচিন তাঁর ব্যাটে এমআরএফ ‘জিনিয়াস’ লোগো ব্যবহার করতেন। পরে এমআরএফ ব্যাটের উত্তরাধিকার বহন করেছেন বিরাট কোহলি। যিনি ২০১৩ সালে তাদের সঙ্গে চুক্তি করার পর থেকে তাঁর ব্যাটে এই ব্র্যান্ডের স্টিকার রেখে চলেছেন। এমআরএফ-অনুমোদিত ব্যাটারদের অভিজাত তালিকায় সর্বশেষ যোগদান করেছেন শুবমান। সচিন, বিরাট, শুবমান ছাড়াও, ব্রায়ান লারা, স্টিভ ওয়া, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান-সহ আরও অনেক ব্যাটার তাঁদের ব্যাটে এমআরএফ স্টিকার ব্যবহার করেছেন। শুবমান, সচিন, বিরাটের মতোই এমআরএফ ‘জিনিয়াস’ লোগো ব্যবহার করছেন। যা তাঁর প্রজন্মের অন্যতম প্রধান ব্যাটার হিসেবে তাঁর অবস্থানকে আরও সুসংহত করেছে। এমআরএফ-এর সঙ্গে একটি লাভজনক চুক্তি স্বাক্ষর করে শুবমান তাঁর অনুমোদিত ব্র্যান্ডের তালিকায় আরও একটি নাম যোগ করেছেন। যার মধ্যে রয়েছে নাইকি, মার্সিডিজ, ডিওর, কোকা কোলা, বিটস বাই ড্রে, টাটা ক্যাপিটাল, বাজাজ আলিয়াঞ্জ, ক্যাসিও, মাই১১সার্কেল এবং অ্যাপল পণ্য বিটস বাই ড্রে। শুবমানের বেশ কয়েকটি প্রিমিয়াম ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে এবং বিজ্ঞাপনদাতারা তাঁকে ভবিষ্যতে বিনিয়োগের মুখ হিসেবে চিহ্নিত করেছেন।

 

 

ক্রিকেটের নতুন প্রজন্মের তারকা শুবমান

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর শুবমান ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দ্রুত উত্থান এবং জনপ্রিয়তা বেশ কয়েকটি ব্র্যান্ডকে তার প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা তাঁকে সিনিয়র তারকা বিরাটের মতোই তাঁর প্রজন্মের অন্যতম বাজারযোগ্য ক্রিকেটার করে তুলেছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান করে আউট শুবমান 

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ম্যাচে ২৬৫ রান তাড়া করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শুবমান। কারণ, তিনি ১১ বল খেলে আউট হয়ে যান। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেও, এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান করতে পারলেন না এই তারকা ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?