বিরাট কোহলির রাজকীয় ইনিংস, অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারত

Published : Mar 04, 2025, 09:34 PM ISTUpdated : Mar 04, 2025, 10:34 PM IST
Virat Kohli. (Photo: ICC)

সংক্ষিপ্ত

প্রত্যাশামতোই মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি।

২০১৩, ২০১৭ সালের পর ২০২৫, ফের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতীয় দল। মঙ্গলবার সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে দিল ভারত। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। কয়েক মাস আগেই অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের। মঙ্গলবার সব আফশোস দূর হয়ে গেল। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন। তবে সেই কঠিন কাজই অনায়াসে করল ভারতীয় দল। বোলারদের পাশপাশি ব্যাটাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে ফের এই টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেলেন।

ভারতের নায়ক বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে ভারতের জয়ের নায়ক বহু যুদ্ধের ঘোড়া বিরাট কোহলি। এদিন নিশ্চিত শতরান হারালেও, দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন এই তারকা। তাঁকে কেন 'চেজ মাস্টার' বলা হয়, তা ফের বুঝিয়ে দিলেন বিরাট। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরে ব্যাটিং করে ২৬৫ রান করা সহজ নয়। কিন্তু বিরাট ফর্মে থাকলে কোনও টার্গেটই কঠিন নয়। এই তারকা ৯৮ বলে ৮৪ রানের অসামান্য ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। বেশিরভাগ রানই ছুটে নিয়েছেন বিরাট। এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, বয়স বাড়লেও তাঁর ফিটনেস যে কোনও তরুণের মতোই। এদিন ফের তা প্রমাণ করে দিলেন বিরাট। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন শ্রেয়াস আইয়ার (৪৫)। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত।

ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স ভারতের

এদিন অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন অধিনায়ক স্টিভ স্মিথ (৭১), জশ ইনগ্লিস (৬১)। ওপেনার ট্রেভিস হেড (৩৯) শুরুটা ভালো করেও, বেশিদূর এগোতে পারেননি। ভারতের হয়ে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ শামি। ৪০ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। রান তাড়া করার সময় ওপেনার রোহিত (২৮) ও শুবমান গিল (৮) বড় রান পাননি। বিরাট ও শ্রেয়াসের পাশাপাশি ভালো ব্যাটিং করেন অক্ষর (২৭), কে এল রাহুল (৪২ অপরাজিত), হার্দিক (২৮)। ২ রান করে অপরাজিত থাকেন জাডেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা