চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, পাকিস্তানে স্টেডিয়াম সংস্কার নিয়ে প্রশ্ন

আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। কিন্তু পাকিস্তানের পরিকাঠামোর সমস্যার কারণে এই টুর্নামেন্ট নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য কি আদৌ তৈরি পাকিস্তান? আগামী মাসে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু পাকিস্তানের যে স্টেডিয়ামগুলিতে ম্যাচ হবে, সেই স্টেডিয়ামগুলি সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। আইসিসি-র পক্ষ থেকে পাকিস্তানের স্টেডিয়ামগুলির সংস্কারের কাজের দিকে নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত আপত্তি বা উদ্বেগ প্রকাশ করেনি আইসিসি। কিন্তু ঠিক সময়ে কাজ শেষ হবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। স্টেডিয়ামগুলি সংস্কারের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছিল পাকিস্তান সরকার। কিন্তু তারপরেও ঠিক সময়ে স্টেডিয়ামগুলি তৈরি হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, স্টেডিয়ামগুলি সংস্কারের কাজে বিলম্ব হওয়ার খবর ভিত্তিহীন। কিন্তু তাতে বাস্তবটা বদলাচ্ছে না।

পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

Latest Videos

বিসিসিআই-এর আপত্তিতে পাকিস্তান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই সরে যাবে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত শুধু ভারতের ম্যাচগুলিই দুবাইয়ে সরে গিয়েছে। বাকি ম্যাচগুলি পাকিস্তানেই হবে বলে এখনও পর্যন্ত ঠিক আছে। যদিও এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান থেকে সব ম্যাচই দুবাইয়ে সরে যেতে পারে। পিসিবি অবশ্য সেই খবর অস্বীকার করেছে। কিন্তু ঠিক সময়ে স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ শেষ করতে না পারলে সমস্যায় পড়বে পিসিবি। শুরুতে পিসিবি বলেছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে লাহোর, করাচি ও মুলতানে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সেটা করতে পারেনি পিসিবি। এখন বলা হচ্ছে, ২৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় সিরিজ হতে চলেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই সিরিজের চারটি ম্যাচ মুলতান থেকে সরিয়ে লাহোর ও করাচিতে নিয়ে যাচ্ছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব স্টেডিয়ামই তৈরি, এই বার্তা দেওয়াই পিসিবি-র লক্ষ্য। কিন্তু তার আগে স্টেডিয়ামগুলি তৈরি করতে হবে।

তিন দশক পর পাকিস্তানে বড়মাপের টুর্নামেন্ট

১৯৯৬ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল পাকিস্তানে। সেই বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তারপর থেকে পাকিস্তানে এখনও পর্যন্ত এরকম বড়মাপের কোনও ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। এবার প্রায় তিন দশক পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে। কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে জটিলতা বাড়ছে। আইসিসি-র এক কর্তা বলেছেন, ‘কোন মাঠে খেলা হবে, সেটা ঠিক করে আয়োজক দেশ। পিচ তৈরিও করে আয়োজক দেশ। তবে আইসিসি পিচ ম্যানেজার পুরো বিষয়টার উপর নজর রাখেন। পাকিস্তানে স্টেডিয়ামগুলির কাজ কেমন চলছে, সেদিকে আমাদের নজর আছে। অন্য কোনও দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা সবসময়ই আছে। তবে এখনই বলা যাচ্ছে না পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে।’

ভারতীয় দলে থাকবেন রোহিত?

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। অধিনায়ক রোহিত শর্মা দলে থাকবেন কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, দল থেকে রোহিতকে বাদ দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তে অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। সিডনি টেস্টে খেলেননি রোহিত। এবার ওডিআই দল থেকেও তিনি বাদ পড়লে আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। রোহিতকে নিয়ে জল্পনার মধ্যেই জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইউরোপে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ, যুগ্ম কর্ণধার হিসেবে বিনিয়োগ অভিষেক বচ্চনের

ভালো শুরু করেও কোথায় সমস্যা হল? বর্ডার-গাভাসকর ট্রফি কেন হারাতে হল রোহিতদের?

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Hooghly News Today:পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য Chandannagar-এ