'বুমরাকে দয়া করে অধিনায়ক করবেন না', হটাৎ এইরকম কেন বললেন মহম্মদ কাইফ?

একজন বোলারের চেয়ে ব্যাটসম্যানই ভারতের পরবর্তী অধিনায়ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহম্মদ কাইফ।

রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে যশপ্রীত বুমরাকে ভারতীয় অধিনায়ক করার প্রস্তাবের বিরোধিতা করেছেন প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে  বুমরাই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল জয় পেয়েছিল।

ফর্মে না থাকার কারণে, রোহিত সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্ট থেকে বিরত থাকলেও সহ অধিনায়ক বুমরাই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে বুমরার চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারায় ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। এরপরেই চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাকে অধিনায়ক করার দাবি জোরালো হয়।

Latest Videos

তবে একজন বোলারের চেয়ে ব্যাটসম্যানই ভারতের পরবর্তী অধিনায়ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মহম্মদ কাইফ। ঋষভ পন্থ অথবা কে এল রাহুলকে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক করা উচিত বলেও কাইফ মন্তব্য করেছেন। অধিনায়ক করলে তা বুমরার উপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং সোনার ডিম পাড়া হাঁস মারার মতো হবে বলেও কাইফ বলেছেন। বুমরাকে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক করা উচিত নয়। 

 

বিসিসিআইয়ের এই বিষয়গুলি বিবেচনা করা উচিত বলে মত তাঁর। ঋষভ বা কে এল রাহুল দুজনই আইপিএল দলের অধিনায়ক ছিলেন। বুমরাকে অধিনায়ক করলে, সেটা তাঁর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং আঘাত পাওয়ার সম্ভাবনা বাড়াবে। একটি দুর্দান্ত ক্যারিয়ার তাতে শেষ হয়ে যেতে পারে বলেও কাইফ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী