Champions Trophy 2025: চোটের জেরে এই ইংল্যান্ড পেসার ছিটকে গেলেন দল থেকে, বেকায়দায় ব্রিটিশরা?

Subhankar Das   | AFP
Published : Feb 25, 2025, 12:56 PM IST
England Cricket Team

সংক্ষিপ্ত

বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারবেন না এই ব্রিটিশ পেসার। বুধবার, আফগানিস্তানের বিরুদ্ধে হারলে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারে ইংল্যান্ড। ঠিক এমন অবস্থায় দলের গুরুত্বপূর্ণ এক পেসারকে হারানো যেন আরও কঠিন পরিস্থিতি তৈরি করে দিল ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একাধিক দেশের বেশ কয়েকজন পেসার চোট পেয়েছিলেন। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমে চোট পেলেন কার্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রান করেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ঐ ম্যাচেই চোট পেয়েছিলেন কার্স।

প্রতি ওভারে প্রায় ১০ রান করে দিয়েছিলেন তিনি। সেই খেলায় পায়ের আঙুলে চোট লেগেছিল তাঁর। এদিকে ইংল্যান্ডের ম্যাচ বাকি রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। বুধবার খেলা হবে সেই ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার খেলতে নামবে তারা।

২৯ বছরের কার্স দল থেকে বাদ পড়ায় আপাতত রেহান আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অর্থাৎ, চোট পেয়ে বাদ যাওয়া পেসারের বদলে একজন স্পিনারকে দলে নিল তারা। প্রসঙ্গত, ভারত সফরে ইংল্যান্ড দলে ছিলেন এই রেহান। কিন্তু তাঁকে খেলানো হয়নি। তাছাড়া ইংল্যান্ড দলে স্পিনার হিসেবে ছিলেন আদিল রশিদ। তাঁর সঙ্গে অলরাউন্ডার জো রুট এবং লিয়াম লিভিংস্টোন স্পিন বল করছিলেন।

ঠিক সেই কারণেই, রেহানকে দলে নেওয়া হয়েছে। যদিও আফগানিস্তান ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, বুধবারই পাকিস্তান গিয়ে পৌঁছবেন তিনি। অন্যদিকে, কার্স বাদ যাওয়ার ফলে, আফগানিস্তানের বিরুদ্ধে জেমি ওভারটনকে খেলতে দেখা যেতে পারে। সেইসঙ্গে, সাকিব মেহমুদ এবং গাস অ্যাটকিনসন দলে আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত