বিসিসিআই-এর চাপে নতিস্বীকার করতে বাধ্য হল আইসিসি ও পিসিবি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ হচ্ছে হাইব্রিড মডেলেই। পাল্টা বিসিসিআই-কে হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।
প্রত্যাশিতভাবে হাইব্রিড মডেলেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। রবিবার সরকারিভাবে সে কথা জানিয়ে দিল আইসিসি। পাকিস্তানের পাশাপাশি ম্যাচ হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। পাল্টা ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। আইসিসি, বিসিসিআই ও পিসিবি হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। পিসিবি এতদিন দাবি করে এসেছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কোনওভাবেই হাইব্রিড মডেলে হবে না। কিন্তু বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে দল পাঠানো হবে না। বিসিসিআই-এর সেই দাবিই মেনে নিতে বাধ্য হল আইসিসি ও পিসিবি।
আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে না পিসিবি
আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের ম্যাচগুলি আয়োজনের সুযোগ হারানোর জন্য কোনওরকম আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তবে ২০২৭ সালের পর মহিলাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাবে পিসিবি। এই চুক্তিতে আইসিসি যেমন হাঁফ ছেড়ে বাঁচল, তেমনই খুশি বিসিসিআই। বাধ্য হয়ে বিসিসিআই-এর চাপে নতিস্বীকার করল পিসিবি। তবে পাকিস্তানের ক্রিকেট মহলের একটাই সান্ত্বনা, ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ কোথায় হতে চলেছে, সেদিকে নজর রেখেছিল এমিরেটস ক্রিকেট বোর্ড। কারণ, দুবাইয়ে ভারতের ম্যাচ হওয়ায় আর্থিকভাবে লাভবান হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই যেমন কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলছে, তেমনই পিসিবি-ও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অ্যাডিলেডে ব্যর্থতা, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন বিরাট-রোহিত
ব্রিসবেনের নেটে লেগ-স্পিন বোলিং! চোট সারিয়ে অনুশীলনে ফিরেই চমক জসপ্রীত বুমরার, ভাইরাল ভিডিও
হোটেলের ঘরেই থেকে গেলেন যশস্বী জয়সোয়াল, দলের বাকিরা চলে গেলেন বিমানবন্দরে