ICC Champions Trophy 2025: স্টেডিয়াম থেকে কেন বাদ ভারতের পতাকা? ঢোঁক গিলছে পাক ক্রিকেট বোর্ড

Published : Feb 18, 2025, 03:18 PM IST
Karachi Stadium

সংক্ষিপ্ত

কিন্তু পাকিস্তান সেটা করেনি। 

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিয়মানুযায়ী, যেই দেশ আয়োজক, সেই দেশ স্টেডিয়ামের উপর অংশগ্রহণকারী সব দেশের পতাকা লাগানোর ব্যবস্থা করে থাকে।

কিন্তু পাকিস্তান সেটা করেনি। বরং, তারা বাকি দেশগুলির পতাকা লাগালেও ভারতের পতাকা লাগায়নি। আর এই ছবি সামনে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রীতিমতো নিন্দার মুখে পড়তে হয়েছে। অনেকে পাকিস্তানের কাছ থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার কেড়ে নেওয়ারও বার্তা দেন।

এবার এই প্রসঙ্গে চাপের মুখে পড়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। উল্লেখ্য, ১৭ তারিখ সকালে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে, অংশগ্রহণকারী আটটি দেশের মধ্যে মাত্র সাতটি দেশের পতাকা লাগানো আছে। কিন্তু ছিল না ভারতের পতাকা। এই ছবিটা সামনে আসার পর যথেষ্ট নিন্দার মুখে পড়েছে পিসিবি।

এই প্রসঙ্গে সংবাদসংস্থা আইএএনএসকে এক পিসিবি কর্তা জানিয়েছেন, “আপনারা জানেন যে পাকিস্তানে খেলতে আসছে না ভারত। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং গদ্দাফি স্টেডিয়ামে তাই ভারতের পতাকা রাখা হয়নি। যেই দেশগুলি পাকিস্তানের মাটিতে খেলবে, তাদের পতাকাই শুধু রাখা হয়েছে।”

লাহোরের মাটিতে দেখা গেছে, বাংলাদেশের পতাকাও ছিল না। এরপর প্রশ্ন ওঠে, বাংলাদেশ তো তাদের ম্যাচগুলো পাকিস্তানে খেলবে। তাহলে বাংলাদেশের পতাকা কেন নেই? সেই জবাবে কার্যত, ঢোঁক গেলেন পিসিবি কর্তা। আইএএনএসকে তিনি বলেন, “বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি। ওরা দুবাইতে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে তারপর পাকিস্তানে আসবে। তাই তাদের পতাকা লাগানো হয়নি। ওরা পাকিস্তানে এলে তারপর সেই পতাকা লাগানো হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে