
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন মাত্র এক ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন স্ত্রী-সন্তানরা। তবে তার জন্য বিসিসিআই-এর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এর আগে বিসিসিআই জানিয়েছিল, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন ভারতের কোনও ক্রিকেটারই পরিবারের সদস্যদের নিয়ে দুবাইয়ে যেতে পারবেন না। ভারতের এক সিনিয়র ক্রিকেটার পরিবার নিয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তাঁকে সেই সময় অনুমতি দেওয়া হয়নি। তবে মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিল, অবস্থান বদল করা হচ্ছে। এক ম্যাচের জন্য ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যদের থাকার অনুমতি দেওয়া হবে। বিসিসিআই অবস্থান বদল করার পর এবার রিতিকা সাজদে, অনুষ্কা শর্মারা দুবাইয়ে যেতে পারবেন। অন্য কোনও ক্রিকেটারের বাবা-মাকেও নিয়ে যাওয়া যেতে পারে।
দুবাইয়ে সব ম্যাচ খেলবে ভারত
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন দুবাইয়ে সব ম্যাচ খেলবে ভারতীয় দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেমি-ফাইনাল, ফাইনালে পৌঁছলে দুবাইয়েই খেলবে ভারতীয় দল। শনিবার দুবাই পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় বিসিসিআই-এর নিষেধাজ্ঞা থাকায় বাবা-মা, স্ত্রী-সন্তানদের নিয়ে যেতে পারেননি ক্রিকেটাররা। তবে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগের দিন অবস্থান বদল করল বিসিসিআই।
কেন অবস্থান বদল বিসিসিআই-এর?
ক্রিকেটারদের পরিবার সংক্রান্ত নিয়ম বদল প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আমরা দলগত সংহতি বাড়ানোর উপর জোর দিচ্ছি। ক্রিকেটাররা যাতে কোনওরকম বাধা বা অস্বস্তি ছাড়াই একসঙ্গে থাকতে পারে, সে বিষয়ে জোর দিচ্ছে বিসিসিআই। এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্রিকেটাররা বাবা-মা, স্ত্রী-সন্তানদের এক ম্যাচের জন্য দুবাইয়ে নিয়ে যেতে পারবেন। তবে এর জন্য বিসিসিআই-এর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। ক্রিকেটাররা কোন ম্যাচের জন্য পরিবারের সদস্যদের নিয়ে যেতে চান, তা বিসিসিআই-কে জানাতে হবে। তারপর বিসিসিআই অনুমতি দিলে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা দুবাইয়ে যেতে পারবেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অনুশীলনে সেই বাঁ হাঁটুতেই চোট পেলেন, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন ঋষভ পন্থ?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কবে, কখন, কীভাবে দেখা যাবে ভারতের ম্যাচ?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফর্মে ফিরতে পারবেন এই ব্যাটাররা? আশা ভারতীয় তারকাকে নিয়েও