Champions Trophy: ভারতীয় বোর্ডের বিরুদ্ধে এবার ঘুষ দেওয়ার অভিযোগ তুলল পাকিস্তান, ঘটনাটা কী?

চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, এই নিয়েই চলছে জল্পনা।

আর তার মাঝেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের। প্রতিযোগিতা সরাতে অন্য দেশকে ভারত ঘুষ দিচ্ছে বলেও অভিযোগ তুলছে তারা।

ঠিক কী অভিযোগ করছে পাকিস্তান?

Latest Videos

পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের ক্রিকেট বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে বলে তারা জানতে পেরেছে। তাদের জানানো হয়েছে যে, আইসিসি-র কাছ থেকে যে আয় ভারতের হয় সেখান থেকে তাদের একটি নির্দিষ্ট ভাগ দেওয়া হবে। এমনকি, বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে পাক বোর্ড।

শুধু তাই নয়, সেই সমস্ত দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ়ের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোরও প্রস্তাবও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে যে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে এসে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসি-র কাছে সরকারিভাবে কোনও অভিযোগ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসেবে রয়েছে পাকিস্তানের নামই। এমনকি, সেও দেশে ট্রফি ট্যুরও শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রতিযোগিতার সূচিী ঘোষণা করা হয়নি। তাই একটা ধোঁয়াশা এখনও রয়েছে। এদিকে ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানে খেলতে যাবে না। তাই অন্য কোনও দেশে প্রতিযোগিতা সরানোর আবেদন জানিয়েছে তারা। অন্তত পক্ষে হাইব্রিড মডেলে যাতে প্রতিযোগিতাটি করা যায়, সেই আবেদনও জানিয়েছে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল