কোকেন সেবনের অভিযোগ প্রমাণিত, এক মাসের জন্য নির্বাসিত এই তারকা ক্রিকেটার

Published : Nov 18, 2024, 12:11 PM ISTUpdated : Nov 18, 2024, 12:50 PM IST
cocaine

সংক্ষিপ্ত

নিষিদ্ধ মাদক সেবনের দায়ে খেলোয়াড়দের নির্বাসিত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। একাধিক ক্রিকেটারও মাদক সেবন করার দায়ে নির্বাসিত হয়েছেন।

নিষিদ্ধ মাদক কোকেন সেবন করার দায়ে এক মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেন নিউজিল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন পেসার ডুগ ব্রেসওয়েল। এই পেসার এ বছরের জানুুয়ারিতে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-২০ ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে ওয়েলিংটনের বিরুদ্ধে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। পাশাপাশি জোড়া ক্যাচও নেন ব্রেসওয়েল। এছাড়া তিনি ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তাঁর দল ৬ উইকেটে জয় পায়। কিন্তু এই ম্যাচের পরেই ব্রেসওয়েল নিষিদ্ধ মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। ব্রেসওয়েলের নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় এই ক্রিকেটারের নিষিদ্ধ মাদক সেবন করার ঘটনা প্রমাণিত হয়। এই কারণেই তাঁকে নির্বাসিত করা হল।

ক্রিকেটে ফিরতে পারবেন ব্রেসওয়েল

স্পোর্ট ইনটেগ্রিটি কমিশন জানিয়েছে, কোনও প্রতিযোগিতা চলাকালীন নিষিদ্ধ মাদক সেবন করেননি ব্রেসওয়েল। তিনি প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেন। এর সঙ্গে তাঁর পারফরম্যান্সের কোনও যোগ নেই। মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রথমে ব্রেসওয়েলকে তিন মাসের জন্য নির্বাসিত করা হয়। তবে মাদক সেবনের জন্য চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পর এই ক্রিকেটারের সাজার মেয়াদ কমিয়ে এক মাস করা হয়। এ বছরের এপ্রিলে সেই সাজার মেয়াদ পূর্ণ করেছেন ব্রেসওয়েল। ফলে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে বাধা নেই।

ব্রেসওয়েলের আচরণে বিরক্ত ক্রীড়ামহল

স্পোর্ট ইনটেগ্রিটি কমিশনের চিফ এগজিকিউটিভ রেবেকা রোলস বলেছেন, ‘অ্যাথলিটদের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত। শিশু, তরুণরা তাদের দিকে তাকিয়ে থাকে। কোকেনের মতো মাদক নিষিদ্ধ ও বিপজ্জনক। এটা অত্যন্ত গুরুতর বিষয়। আমরা অ্যাথলিটদের এ বিষয়ে বোঝানোর চেষ্টা করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথ টেস্টে খেলছেন না রোহিত শর্মা, ভারতীয় দলের নেতৃত্বে জসপ্রীত বুমরা

চোট সারিয়ে ফিট তারকা ব্যাটার, পারথ টেস্টের আগে কিছুটা স্বস্তিতে ভারতীয় দল

সোশ্যাল মিডিয়া পোস্টে কোন প্রাক্তন আম্পায়ারকে ব্যঙ্গ সচিনের? জল্পনা তুঙ্গে

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?