Afghanistan Vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়, ফের চমক আফগানদের

এবারের ওডিআই বিশ্বকাপে দারুণ লড়াই করছে আফগানিস্তান। সেমি-ফাইনালের যোগ্যতা হয়তো অর্জন করতে পারবে না। তবে চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন রশিদ খানরা।

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এবারের ওডিআই বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল আফগানরা। এদিন হেরে যাওয়ার ফলে সেমি-ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল শ্রীলঙ্কা। ৬ ম্যাচ খেলে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ৪। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে শ্রীলঙ্কা। ৭ নম্বরে নেমে গেল পাকিস্তান। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কাকে পয়েন্ট তালিকায় পিছনে ফেলে দেওয়া আফগানদের জন্য বিশেষ কৃতিত্বের। হাশমাতুল্লাহ শাহিদি, ফজলহক ফারুকিরা যে লড়াই করছেন, তাতে তাঁদের দেশ গর্বিত। পয়েন্ট তালিকায় অবস্থান ধরে রাখতে পারলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে আফগানিস্তান। 

অসাধারণ ব্যাটিং আফগানিস্তানের

Latest Videos

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৫.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিল আফগানিস্তান। ইনিংসের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। চতুর্থ বলেই আউট হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (০)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন ইব্রাহিম জর্দান (৩৯) ও রহমত শাহ (৬২)। ৫৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শাহিদি। ৭৩ রান করে অপরাজিত থাকেন ওমরজাই। শ্রীলঙ্কার হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন দিলশন মদুশনাকা। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন কাসুন রঞ্জিতা।

শ্রীলঙ্কার মন্থর ব্যাটিং

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক শাহিদি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৪৬ রান করেন ওপেনার পথুম নিশাঙ্ক। অপর ওপেনার দিমুথ করুণারত্নে মাত্র ১৫ রান করেই আউট হয়ে যান। ৩৯ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। সাদিরা সমরবিক্রমা করেন ৩৬ রান। চরিত আসালাঙ্কা করেন ২২ রান। ১৪ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ২৩ রান। ১ রান করেই রান আউট হয়ে যান দুষ্মন্ত্য চামিরা। মাহিশ থিকসানা করেন ২৯ রান। ৫ রান করেই রান আউট হয়ে যান রঞ্জিতা। আফগানিস্তানের হয়ে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফজলহক। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন মুজিব-উর-রহমান। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন ওমরজাই। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Inzamam-ul-Haq: বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি, প্রথম বলি ইনজামাম-উল-হক

Pakistan Cricket: বাবর আজমের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, ক্ষুব্ধ ওয়াকার ইউনিস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024