Australia Vs Afghanistan: ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস, আফগান স্বপ্ন চূর্ণ করে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছিল জিম্বাবোয়ে। এবারের ওডিআই বিশ্বকাপে সেরকমই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে আফগানিস্তান।

টার্গেট ২৯২, কিন্তু ১৮.৩ ওভারেই ৯১ রানে ৭ উইকেট। ৫ বারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়নদের করুণ দশা দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের জয় সময়ের অপেক্ষা। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল হাল ছাড়তে রাজি হননি। অপর প্রান্তে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার কামিন্স ব্যাটিং করতে নামেন ৯ নম্বরে। এতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের গভীরতা বোঝা যায়। আফগানিস্তানের ক্রিকেটাররা হয়তো ৭ উইকেট তুলে নেওয়ার পর ভেবে নিয়েছিলেন ম্যাচ পকেটে এসে গিয়েছে। সেই সময় থেকে বোলিং-ফিল্ডিংয়ে একটু ঢিলেমি দেখা গেল। এরই সুযোগ নিলেন ম্যাক্সওয়েল। এই মারকুটে ব্যাটার সম্ভবত কেরিয়ারের সেরা ইনিংস খেললেন। 'ম্যাড ম্যাক্স'-কে স্বাধীনভাবে শট খেলার সুযোগ দিয়ে নিজে ক্রিজের অপর প্রান্ত আঁকড়ে থেকে গেলেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক টেস্ট ম্যাচের ধাঁচে ব্যাটিং করলেন। আফগানদের আর কোনও সুযোগ দিলেন না ম্যাক্সওয়েল-কামিন্স। ফলে স্মরণীয় জয় পেল অস্ট্রেলিয়া।

ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

Latest Videos

মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ খেলে ম্যাক্সওয়েলদের পয়েন্ট ১২। অন্যদিকে, এই ম্যাচ হেরে সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল আফগানিস্তান। হাশমাতুল্লাহ শাহিদির দল ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। এই জায়গা থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা আর দেখা যাচ্ছে না।

ম্যাক্সওয়েলের অপরাজিত দ্বিশতরান

ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত খুব বেশি ব্যাটার দ্বিশতরান করতে পারেননি। মঙ্গলবার সেই তালিকায় নাম লেখালেন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন এই তারকা। তাঁর ইনিংসে ছিল ২১টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। অন্যদিকে, ৬৮ বল খেলে ১২ রান করে অপরাজিত থাকেন কামিন্স। তাঁর এই ইনিংসও স্মরণীয় হয়ে থাকল।

দাম পেল আফগানিস্তানের লড়াই

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৯১ রান করে আফগানিস্তান। প্রথম আফগান ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপে শতরান করেন ওপেনার ইব্রাহিম জার্দান (অপরাজিত ১২৯)। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে জয়ের আশা বাড়িয়ে দেন রশিদ খান, নবীন-উল-হক, আজমাতুল্লাহ ওমরজাইরা। কিন্তু সহজ ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হল আফগানিস্তানকে। না হলে হয়তো ম্যাচের ফলে অন্যরকম হত। কিন্তু ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কোনও জবাব আফগান বোলারদের কাছে ছিল না। তার ফলেই ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। মুজিব-উর-রহমানের বলে ওভার-বাউন্ডারি মেরে দ্বিশতরান পূর্ণ করার পাশাপাশি দলকে জেতান ম্যাক্সওয়েল

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ICC ODI World Cup 2023: পুরনো বোর্ডের হাতেই থাকছে দায়িত্ব, বরখাস্তের ২৪ ঘন্টার মধ্যেই ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

India Vs Pakistan: মুখ পুড়িয়েও লজ্জা নেই, বিসিসিআই-এর বিরুদ্ধে ডিআরএস-এ কারচুপির অভিযোগ হাসান রাজার, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today