David Warner: ওডিআই বিশ্বকাপে সাফল্যের কৃতিত্ব আইপিএল-কে দিলেন ডেভিড ওয়ার্নার

ভারতের মাটিতে খেলতে ভালোবাসেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের প্রতি তাঁর ভালোবাসার কথা অনেকবার জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।

শুক্রবার ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ বলে ১৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ওডিআই ফর্ম্যাটে ২১-তম শতরান করলেন। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক ওয়ার্নার। তাঁর অসাধারণ ইনিংসের সুবাদে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছেন ওয়ার্নাররা। পাকিস্তানও ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় ৪ নম্বরে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার সুবাদে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। পরপর ২ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান।

শুক্রবারের এই ইনিংসের সুবাদে পরপর ৩ বার ওডিআই বিশ্বকাপে ১৫০-র বেশি রান করলেন ওয়ার্নার। ওডিআই ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার। এবারের ওডিআই বিশ্বকাপে আরও সাফল্যের আশায় ওয়ার্নার। তিনি এই সাফল্যের কৃতিত্ব আইপিএল-কেই দিচ্ছেন। শুক্রবারের অসাধারণ ইনিংসের পর ওয়ার্নার বলেছেন, ‘আমি কেরিয়ারের শুরু থেকেই ভেবে নিয়েছি, ৫০ ওভারের ম্যাচে অনেকটা সময় পাওয়া যায়। টেস্ট ক্রিকেট খেলার পর ৫০ ওভারের ম্যাচে সহজেই ব্যাটিং করা যায়। ৫০ ওভারের ম্যাচে সহজেই ব্যাটিংয়ের ধরন বদল করা যায়। ৫০ ওভারের ম্যাচে প্রথম ১০ ওভারে পাওয়ার-প্লে থাকে, ২টি নতুন বলে খেলা হয়। এই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। তবে একবার ক্রিজে জমে গেলে তারপর আর চিন্তা নেই। তখন প্রথম ১০ ওভারেই ৫০ রান করে ফেলা যায়। তারপর বড় স্কোরের জন্য তৈরি হওয়া যায়। তখন যে প্রাণশক্তি পাওয়া যায়, সেটা বড় স্কোর করতে সাহায্য করে। আমি টি-২০ ক্রিকেট খেলার সুবাদেও ব্যাটিং করার সময় গতি বদল করার বিষয়টি শিখে নিয়েছি। বিশেষ করে আইপিএল-এ খেলার সুবাদে আমি অনেককিছু শিখতে পেরেছি।’

Latest Videos

ওয়ার্নার আরও বলেছেন, ‘আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় আমি রানের গতি বদল করার বিষয়টি ভালোভাবে শিখতে পেরেছি। আমি শিখেছি, ব্যাটিং করার সময় যতটা ভাবা যায় তার চেয়ে আসলে অনেক বেশি সময় পাওয়া যায়। এই ধরনের পিচে খেলার অভ্যাস আছে আমার। এরকম পিচে খেলা হলে আমি ব্যাটিং করার জন্য সময় নিই। তাহলে বড় স্কোর করা যায়। এই ম্যাচে ব্যাটিং করার সময় আমার সেটাই মনে হয়েছে।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

Australia vs Pakistan: ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হার, তলিয়ে যাচ্ছে পাকিস্তান

India Vs Bangladesh: বিরাটের শতরান আটকাতে ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল? দুই মেরুতে শুবমান-শান্ত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী